ইউরেথ্রাল ক্যান্সার (মূত্রনালীর ক্যান্সার) - Urethral Cancer in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 04, 2019

March 06, 2020

ইউরেথ্রাল ক্যান্সার
ইউরেথ্রাল ক্যান্সার

ইউরেথ্রাল (মূত্রনালীর) ক্যান্সার কি?

মূত্রনালীর কোষের অনিয়ন্ত্রিত এবং অসমন্বয়সাধিত বৃদ্ধিকে ইউরেথ্রাল ক্যান্সার বলে। এটি খুবই বিরল এবং সাধারণত, পুরুষদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি।

এই প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি?

কিছু সাধারণ লক্ষণ এবং উপসর্গ হলো:

  • মূত্রনালীর ওপর পিণ্ড অথবা স্ফীতি
  • প্রস্রাবে রক্ত।
  • ঘন ঘন মূত্রত্যাগ
  • দুর্বল প্রস্রাব প্রবাহ।
  • প্রস্রাবে সমস্যা অথবা যন্ত্রণা।
  • মূত্র প্রবাহ হ্রাস।
  • মূত্রনালীর স্রাব, যাতে রক্ত থাকতে পারে।

এর প্রধান কারণগুলি কি কি?

এই ধরনের ক্যান্সারের সঠিক কারণ এখনও অজানা। তবে, এর কিছু সহায়ক কারণ হলো:

  • ইউরেথ্রাল ডাইভার্টিকুলাম।
  • মূত্রনালীর দীর্ঘস্থায়ী সংক্রমণ।
  • হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি ) সংক্রমণ।

এই রোগের নির্ণয় এবং চিকিৎসা কিভাবে হয় ?

সম্ভাব্য পিণ্ড অথবা অস্বাভাবিক লক্ষণের জন্য চিকিৎসক শারীরিক পরীক্ষা করে দেখেন। রোগীর স্বাস্থ্যসংক্রান্ত ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে সংগ্রহ করা হয়। কিছু পরীক্ষা যেগুলি করা হয়, তার মধ্যে রয়েছে:

  • শ্রোণী পরীক্ষা – ত্রুটি যাচাইয়ের জন্য যোনি, গর্ভাশয়ের গ্রীবা, জরায়ু, জরায়ু নালী, ডিম্বাশয় এবং মলদ্বারের পরীক্ষা করা হয়।
  • মূত্র বিশ্লেষণ – এটি প্রস্রাবে শর্করা, প্রোটিন, রক্ত এবং শ্বেত রক্তকণিকার অনুসন্ধান করা হয় এবং তার সঙ্গে মূত্রের রঙও।
  • ডিজিটাল রেক্টাল পরীক্ষা।
  • ইউরিন সাইটোলজি – ব্যাক্টেরিয়ার সন্ধানে আণুবিক্ষণিক মূত্র যাচাই
  • কমপ্লিট ব্লাড কাউন্ট – লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা এবং হিমোগ্লোবিনের মাত্রা এই পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা হয়।
  • রক্ত রসায়নের অধ্যয়ন।
  • সিটি স্ক্যান, এমআরআই এবং আল্ট্রাসাউন্ড।
  • ইউরেটেরোস্কোপি – অস্বাভাবিকতা লক্ষ্য করার জন্য মূত্রবাহিকা এবং বৃক্ক শ্রোণীর মধ্যে ক্যামেরা প্রবেশ করিয়ে যথাযথভাবে দেখা হয়।

রোগ নির্ণয়ের পর রোগীর চিকিৎসা নানান পদ্ধতিতে করা হয়, যেমন:

  • অস্ত্রোপচার।
  • বায়োপসি।
  • রেডিওথেরাপি – গামা এবং অন্যান্য রশ্মি ব্যবহারের মাধ্যমে ক্যান্সারযুক্ত বা টিউমার কোষগুলিকে বিনষ্ট করা হয়।
  • কেমোথেরাপি – এটি ক্যান্সার কোষগুলির বৃদ্ধি এবং তাদের বিভাজনকে আটকে দেয় তাদের ধ্বংস করে অথবা বিশেষ ওষুধ প্রয়োগ করে তাদের আর বিভাজিত হতে দেওয় না।
  • সক্রিয় নজরদারি – এর অর্থ, পরীক্ষার ফলাফলে পরিবর্তন না হওয়া পর্যন্ত কোনওরকম চিকিৎসা প্রদান করা হয় না। নিয়মিত সময় অন্তর পরীক্ষা-নীরিক্ষা করা হয়।



তথ্যসূত্র

  1. National Institutes of Health; National Cancer Institute. [Internet]. U.S. Department of Health & Human Services; Urethral Cancer Treatment (PDQ®)–Patient Version.
  2. Urology Care Foundation [Internet]: American Urological Association. Linthicum, MD: What is Urethral Cancer?
  3. G. Gakis et al. EAU Guidelines on Primary Urethral Carcinoma European Association of Urology 2016
  4. University of Rochester Medical Center Rochester, NY; Urethral Cancer: Stages
  5. PDQ Adult Treatment Editorial Board. Urethral Cancer Treatment (PDQ®). : Health Professional Version. 2015 Jun 2. In: PDQ Cancer Information Summaries [Internet]. Bethesda (MD): National Cancer Institute (US); 2002-.

ইউরেথ্রাল ক্যান্সার (মূত্রনালীর ক্যান্সার) জন্য ঔষধ

Medicines listed below are available for ইউরেথ্রাল ক্যান্সার (মূত্রনালীর ক্যান্সার). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹391725.0

₹277708.0

₹222166.0

Showing 1 to 0 of 3 entries