টফ (টেট্রালজি অব ফেলট) - Tetralogy of Fallot in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 25, 2019

March 06, 2020

টফ
টফ

টফ (টেট্রালজি অফ ফেলট) কি?

টফ (টেট্রালজি অফ ফেলট) হল হৃদযন্ত্রে জন্মগতভাবে চারটি ত্রুটির সংমিশ্রণ, যার ফলে সারা শরীরে আবহমান রক্তে অক্সিজেনের পরিমাণ খুব খারাপ হয়। যে চারটি ত্রুটির কারণে এই অবস্থা সৃষ্টি হয়:

  • ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (ভিএসডি), এমন একটি অবস্থা যাতে ডান ও বাম ভেন্ট্রিকল বা নিলয়ের (হৃদযন্ত্রের প্রকোষ্ঠ) সমন্বয়ে ত্রুটি থাকে।
  • ডান নিলয় মোটা হয়ে যাওয়া।
  • হার্ট থেকে ফুসফুসে রক্তপ্রবাহে বাধা।
  • অর্টা বা মহাধমনীর ভুল অবস্থান (শরীরে প্রধান ধমনী)।

এর সঙ্গে যুক্ত লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

টেট্রালজি অফ ফেলটে আক্রান্ত ব্যক্তির মঝ্যে দেখা দেওয়া প্রধান উপসর্গ হল অক্সিজেন-সমৃদ্ধ রক্তের অভাবে ত্বক নীলচে হয়ে ওঠা। এই অবস্থার অন্যান্য উপসর্গ হল:

  • আঙুলের ডগা ফুলে চেপ্টা হয়ে ওঠা।
  • হঠাৎ জ্ঞান হারানো।
  • ত্বকে হঠাৎ করে প্রচণ্ড নীল ভাব।
  • সামান্যতম কাজকর্মে অতিসহজে ক্লান্তি।
  • দুর্বলতা

এর প্রধান কারনণগুলি কি কি?

টফ-এর প্রকৃত কারণ অজানা, কিন্তু যে জন্য এই অবস্থা সৃষ্টি হতে পারে, অনুমিত কারণগুলি হল:

  • জন্মপূর্বাস্থায় মায়ের খারাপ খাদ্যাভাসের ফলে শিশু হার্টের রোগ নিয়ে জন্মাতে পারে।
  • মধুমেহ রোগ টফ (টেট্রালজি অফ ফেলট)-এর বিকাশের একটি কারণ হিসেবে বিবেচিত।
  • ডাউন সিন্ড্রোমে আক্রান্ত শিশুদের মধ্যে এই অবস্থা দেখা দিতে পারে।

এটি কিভাবে নির্ণয় ও চিকিৎসা করা হয়?

অস্বাভাবিক হৃদস্পন্দন রয়েছে এমন শিশুর প্রচলিত আল্ট্রাসাউন্ডের মাধ্যমে টেট্রালজি অফ ফেলটের নির্ণয় করা যেতে পারে। জন্মের সময়, শিশুর ত্বক যদি নীলবর্ণের দেখা যায়, তাহলে চিকিৎসক পরীক্ষা করানোর পরামর্শ দিতে পারেন। টেস্ট ও পরীক্ষা সাধারণত এই রোগ সুনিশ্চিত করার জন্যই করা হয়:

  • হার্টের এমআরআই।
  • বুকের এক্স-রে।
  • হার্টের পরিকাঠামো অথবা কাজকর্মে অস্বাভাবিকতা যাচাইয়ের জন্য ইকোকার্ডিওগ্রাম।

এই অবস্থার একমাত্র চিকিৎসা হল ত্রুটি ঠিক করার জন্য হার্টে অস্ত্রোপচার। শিশু যদি খুবই দূর্বল হয়, তাহলে তার স্বাস্থ্যের উন্নতি ঘটানো এবং তাকে সম্পূর্ণ অস্ত্রোপচারের জন্য তৈরি করতে অস্থায়ী মেরামত করা হতে পারে। সাধারণত জীবনের শুরুতেই অস্ত্রোপচার করা হয়, কারণ চিকিৎসা না করে ফেলে রাখলে হৃদস্পন্দনে গোলমাল, খিঁচুনি এবং দেরিতে বিকাশের মতো সমস্যা দেখা দিতে পারে এই রোগ থেকে।