ডেন্টিন ডিসপ্লেসিয়া টাইপ II - Dentin Dysplasia Type II in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 01, 2018

March 06, 2020

ডেন্টিন ডিসপ্লেসিয়া টাইপ II
ডেন্টিন ডিসপ্লেসিয়া টাইপ II

ডেন্টিন ডিসপ্লেসিয়া টাইপ II কি?

ডেন্টিন ডিসপ্লেসিয়া হলো এক ধরণের জিনগত অসুখ, যা দাঁতের ডেন্টিনকে আক্রান্ত করে।

ডিসপ্লেসিয়ার অর্থ হলো সঠিকভাবে বিকশিত হতে না পারা, ফলে, যে সমস্ত শিশুদের মধ্যে ডেন্টিন ডিসপ্লেসিয়া টাইপ II দেখা দেয়, তাদের দাঁতের ডেন্টিনের গঠনে অস্বাভাবিকতা থাকে, আর এর ফলে দুধের দাঁত অথবা জন্মের পর প্রাথমিকভাবে যে দাঁত ওঠে সেগুলি আক্রান্ত হয়। এটিকে করোনাল ডিসপ্লেসিয়াও বলা হয় কারণ ডেন্টিন দাঁতের মাথায় সবচেয়ে বেশী পরিমানে স্তুপীভুত থাকে। ডেন্টিন ডিসপ্লেসিয়া টাইপ II রোগের প্রভাব শুধুমাত্র দাঁতের উপরেই পড়ে। তাছাড়াও, স্থায়ী দন্তবিন্যাসের ওপর এই অসুখের প্রভাব খুব কমই পড়ে। পুরুষ ও মহিলা উভয়ের মধ্যেই এই রোগ সমানভাবে দেখা যায়।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

ডেন্টিন ডিসপ্লেসিয়া টাইপ II প্রাথমিকভাবে দাঁত ওঠার সময় ডেন্টিনের অস্বাভাবিক গঠন থেকে নির্ণয় করা যায়, মাড়ি থেকে স্বাভাবিকভাবেই দাঁত ওঠে, কিন্তু দাঁতের মাথায় পাল্প চেম্বার বা দাঁতের মধ্যিখানের যে মজ্জার নলাকৃতি অংশ থাকে তা সরু হয়ে আসে। দাঁতের মাথা মোটা ও গোলাকার দেখতে হয়।ফ্যাকাসে দাঁত ও দাঁতের পাল্প চেম্বার সরু হওয়া এর মূল উপসর্গ। দাঁত ফ্যাকাসে হয়ে বাদামী-নীল, বাদামী বা হলুদ রঙের হয়ে যায়।   

বেশিরভাগ সময়ে, স্থায়ী দাঁতে কোনওরকম প্রভাব পড়ে না। কিন্তু, স্থায়ী দন্তবিন্যাসে যখন প্রভাব পড়ে, তার রঙ আকার ও মাপে কোন পার্থক্য দেখা যায় না। ডেন্টিন ডিসপ্লেসিয়া টাইপ II র উপসর্গ অনেকটা ডেন্টিনোজেনেসিস ইমপারফেকটা টাইপ I, II, এবং III এবং ডেন্টিন ডিসপ্লেসিয়া টাইপ I-এর মতোই হয়।

ডেন্টিন ডিসপ্লেসিয়া টাইপ II-এর প্রধান কারণগুলি কি কি?

ডেন্টিন ডিসপ্লেসিয়া টাইপ II একটি অটোসোমাল বৈশিষ্ট্যযুক্ত অবস্থা যা সিয়ালোফসফোপ্রোটিনের(ডিএসপিপি) মিউটেশন অর্থাৎ পরিবর্তনের কারণে হয়। এই জিনটি 50% ক্ষেত্রে মায়ের কাছ থেকে সন্তানের শরীরে আসে, শিশুর লিঙ্গ সেক্ষেত্রে কোন বিষয় নয়।

কিভাবে এই রোগ নির্ণয় ও এর চিকিৎসা করা হয়?

ডেন্টিন ডিসপ্লেসিয়া টাইপ II রোগ নির্ণয়ের জন্য সম্পূর্ণ চিকিৎসাগত পরীক্ষা করা হয়ে থাকে। দাঁতের ডাক্তার রোগ সংক্রান্ত যাবতীয় ইতিহাস পর্যালোচনা করেন এবং উপসর্গগুলির সাথে তা মিলিয়ে দেখেন। এক্স-রে দ্বারা দেখা যেতে পারে কঠিন হয়ে যাওয়া মজ্জা, যা আসলে ধবংস হয়ে যাওয়া পাল্প চেম্বার, অস্বাভাবিক করোনাল পাল্প ফরমেশন বা দাঁতের মাথায় অস্বাভাবিক মজ্জার স্তুপ অথবা কন্টক আকৃতির অবিন্যস্ত প্রকৃতির পাল্প চেম্বার।

দাঁতের বিকৃতির বিস্তারের উপর চিকিৎসার ধরণ নির্ভর করে। দাঁতের গোড়া মাড়ি থেকে বেরিয়ে থাকলে ও দাঁতের মজ্জা ধবংসপ্রাপ্ত হলে সেক্ষেত্র রুট ক্যানাল ট্রিটমেন্ট করা যায় না। কখনও কখনও দাঁতের সারি সমান করতে অর্থোডন্টিক চিকিৎসার সাহায্য নেওয়া হয়। এছাড়া, আর যে বিকল্প রয়েছে তা হলো সব দাঁত তুলে দিয়ে নকল দাঁত প্রতিস্থাপন করা। দাঁতে কতটা বিকৃতি এসেছে, তার ওপর ভিত্তি করে এই ধরণের চিকিৎসায় কতটা সময় লাগবে তা নির্ভর করে।

(আরও পড়ুন: দাঁতের ক্ষয়ের চিকিৎসা)



তথ্যসূত্র

  1. National Organization for Rare Disorder. Dentin Dysplasia Type II. [Internet]
  2. Melnick M et al. Dentin dysplasia, type II: a rare autosomal dominant disorder.. Oral Surg Oral Med Oral Pathol. 1977 Oct;44(4):592-9. PMID: 269353
  3. Dean JA et al. Dentin dysplasia, type II linkage to chromosome 4q.. J Craniofac Genet Dev Biol. 1997 Oct-Dec;17(4):172-7. PMID: 9493074
  4. Diamond O. Dentin dysplasia type II: report of case.. ASDC J Dent Child. 1989 Jul-Aug;56(4):310-2. PMID: 2760319
  5. Online Mendelian Inheritance in Man. DENTIN DYSPLASIA, TYPE II; DTDP2. Johns Hopkins University. [Internet]