সর্দি - Common Cold in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

February 09, 2019

March 06, 2020

সর্দি
সর্দি

সারাংশ

সাধারণ সর্দি হচ্ছে জীবাণু দ্বারা ঘটিত একটা সংক্রামক রোগ। এটা হচ্ছে উর্দ্ধ শ্বাসনালীর একটা সংক্রমণ যা বাতাস এবং সরাসরি সংযোগের মাধ্যমে দ্রুতভাবে ছড়ায়। রাইনোভাইরাসগুলি সাধারণ সর্দির কেসগুলির 50% ঘটানোর জন্য চিহ্নিত হয়েছে। সাধারণ সর্দি হল একটা স্ব-নিয়ন্ত্রিত অবস্থা (কোনও চিকিৎসাগত সাহায্য ছাড়া নিজের থেকেই সেরে যায়) যা সচরাচর 5-7 দিন স্থায়ী থাকে। যাই হোক, দশাটা ক্রনিক হয়ে যেতে পারে যদি এটা ফ্লু বা কোনও অন্য জীবাণুঘটিত সংক্রমণের সহযোগী হয়। সাধারণ সর্দির সবচেয়ে পরিচিত উপসর্গগুলির মধ্যে রয়েছে নাক দিয়ে জল ঝরা বা বন্ধ নাক, জ্বলনযুক্ত গলা এবং অনবরত একটানা হাঁচি।    

সর্দি কি - What is Common Cold in Bengali

কোন বা কোন সময় আমাদের সবারই সাধারণ সর্দি হয়েছে। সাধারণ সর্দির উপসর্গগুলি যেমন নাক দিয়ে জল ঝরা বা বন্ধ নাক, জ্বলনযুক্ত গলা এবং অনবরত একটানা হাঁচি আমাদের সবার ক্ষেত্রেই যথেষ্ট সম্বন্ধযুক্ত। যাই হোক, সাধারণ সর্দির সাথে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনও সবার জানা নেই যেমন সাধারণ সর্দি সঠিক কি? এর কারণগুলি কি? কিভাবে এটাকে সারানো যেতে পারে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে একজন নিজেকে সাধারণ সর্দি থেকে প্রতিরোধ করতে পারেন? সাধারণ সর্দি সম্পর্কে সবকিছু অনুসন্ধান করার জন্য পড়তে থাকুন।   

এটা কি?

সাধারণ সর্দি হচ্ছে জীবাণুগুলির দ্বারা ঘটিত উর্দ্ধ শ্বাসনালীর একটা সংক্রমণ। এটা বিশ্বাস করা হয় যে 200 ধরণের বেশি ভাইরাস (জীবাণু) আছে যেগুলি এই দশার জন্য দায়ী হতে পারে, যেগুলির মধ্যে “রাইনোভাইরাস” সবচেয়ে প্রভাবশালী হিসাবে দেখা গিয়েছে, সাধারণ সর্দির দশার কেসগুলির প্রায় অর্ধেকের জন্য এটা দায়ী। অন্যান্য ভাইরাসগুলি যা সাধারণ সর্দি ঘটায় সেগুলি হল কোরোনাভাইরাস, রেস্পিরেটোরি সিংসিশিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস।     

সাধারণ সর্দি কিভাবে ছড়ায়?

এই অবস্থা বা দশা হচ্ছে সংক্রামক এবং সেইসমস্ত ব্যক্তি যাঁরা উপরে উল্লিখিত ভাইরাসগুলির কোনও একটির দ্বারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন তাঁদের মাধ্যমে আপনি সহজেই সাধারণ সর্দির আওতায় এসে যেতে পারেন। এই দশাটা বাতাস, একজন সংক্রামিত ব্যক্তির সাথে শারীরিক সংস্পর্শ অথবা সেই বস্তুগুলির সাথে সংস্পর্শে আসা যেগুলি সংক্রামক যেমন কম্পিউটার কিবোর্ড, মোবাইল ফোন, দরজার হাতল, এবং চামচ ইত্যাদির মাধ্যমে ছড়ায়। চিকিৎসকরা একজন আক্রান্ত ব্যক্তির সাথে কোনও সরাসরি ত্বকের সংযোগ না রাখা এবং তাঁর ব্যক্তিগত জিনিসপত্র ব্যবহার না করার পরামর্শ দেন, এরকম করার দ্বারা আপনি সাধারণ সর্দির সংক্রমণে আপনার আসার সম্ভাবনা বহুগুণ বাড়াতে পারেন।           

আপনি হয়তো জানেন, ইতিমধ্যেই জানেন, সাধারণ সর্দির অতিব্যাপকতার জন্য প্রধান কারণগুলির অন্যতম হল যেহেতু এটা বাতাসে থাকা সংক্রামক তরলের ফোঁটাগুলির মাধ্যমে সহজেই ছড়াতে পারে যখন আক্রান্ত ব্যক্তিরা হাঁচি দেন, কাশেন অথবা এমনকি একজন আর একজনের সাথে কথা বলেন। ভাইরাসটা চারপাশে নিঃসারিত হয় এবং মানুষগুলো দ্রুত সাধারণ সর্দির সংক্রমণে আসেন যেহেতু ভাইরাস নাসাপথ অথবা গলার পর্দার মাধ্যমে শরীরে ঢোকে।  

প্রথম দিকে, আমাদের প্রতিরোধ ব্যবস্থা এইসমস্ত সংক্রমণগুলির বিরুদ্ধে লড়াই করার দ্বারা শরীরকে রক্ষা করে এবং প্যাথোজেনটাকে (ভাইরাস) ডব্লিউবিসিস-এর (হোয়াইট ব্লাড কোরপাস্‌ল) সাহায্যে আক্রমণ করে। কিন্তু যদি আপনার শরীর এই অবস্থার দ্বারা আগে সংক্রামিত না হয়, আপনার প্রতিরোধ ব্যবস্থা এর জন্য প্রস্তুত নাও থাকতে পারে। এই কারণে, আপনার নাক এবং গলায় একটা প্রদাহ (ইনফ্ল্যামেশন) হয় যা মিউকাস বা শ্লেষ্মা তৈরি করে। আপনি হয়তো জেনে আশ্চর্য হবেন এবং এটা এমনকি অনুভবও করবেন না, কিন্তু আমাদের শরীর এইসমস্ত ভাইরাসগুলির বিরুদ্ধে প্রচুর শক্তি ব্যবহার করে, যা প্রায়ই অবসাদে পর্যবসিত হয় (দুর্বল এবং ক্লান্তি অনুভব করা)। 

আপনি কি জানতেন?

একটা প্রচলিতভাবে অনুমিত শ্রুতি আছে যে ঠাণ্ডা অনুভব করা অথবা ভিজে যাওয়া আপনাকে অসুস্থ করে এবং সাধারণ সর্দির সংক্রমণ ঘটায়। কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলি নিশ্চিত করে যে, সাধারণ সর্দির আক্রমণের সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায় যখন আপনি চাপে থাকেন, অথবা মনের কোনও আবেগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন কিংবা গলা এবং নাকের উপসর্গগুলির সাথে কোনও অ্যালার্জি থাকে।   

Tulsi Drops
₹286  ₹320  10% OFF
BUY NOW

সর্দি এর উপসর্গ - Symptoms of Common Cold in Bengali

সচরাচর, সাধারণ সর্দির উপসর্গগুলির সূচনা সময় নেয়। এটা খুব বিরল (কম) যে উপসর্গগুলি সঙ্গে সঙ্গে উপস্থিত হতে শুরু করে।

তাছাড়া, মানুষ প্রায়শঃ গুলিয়ে ফেলে এবং সাধারণ সর্দি এবং ফ্লু-র উপসর্গগুলির মধ্যে পার্থক্য করতে অসমর্থ হয় এগুলোর মধ্যে অদ্ভুত সাধারণ সাদৃশ্যের কারণে। যাই হোক, দুটোর মধ্যে পার্থক্য জানা আপনাকে কিভাবে এগুলোকে বেশি ভালোভাবে মোকাবিলা করা যায় সেসম্বন্ধে একটা বেশি ভাল-তথ্যাভিজ্ঞ সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। এবং এছাড়াও, আপনার ডাক্তারকে দেখাবেন কি না সেই সিদ্ধান্ত নিতেও আপনাকে সাহায্য করে।    

 সাধারণ সর্দির নাক-সম্পর্কিত উপসর্গসমূহ:   

  • দমবন্ধ নাক।
  • চোখ, গাল, এবং কপালে চাপ/ব্যথা (সাইনাস অঞ্চল)  
  • জল-ঝরা নাক
  • নাকে ভারীভাবের অনুভূতি
  • কোনকিছুর গন্ধ নেওয়ার অক্ষমতা
  • অবিরাম হাঁচি দেওয়া
  • আপনি অনুভব করতে পারেন যে নাক থেকে শ্লেষ্মা ঝরে আপনার গলার পিছনে যাচ্ছে

 সাধারণ সর্দির মাথা এবং গলা সম্পর্কিত উপসর্গগুলিঃ

  • জলভরা চোখ।
  • হালকা থেকে মাঝারি একটা মাথাব্যথা।
  • গলায় জ্বলুনি।
  • শ্লেষ্মার (মিউকাস) সাথে কাশি।
  • স্ফীত লসিকাগ্রন্থি।                                              

সাধারণ সর্দির শরীর-সম্বন্ধিত উপসর্গগুলিঃ

  • সহজেই ক্লান্ত এবং অবসন্ন হওয়া
  • শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া (ঠাণ্ডার অনুভূতি)
  • হালকা থেকে তীব্র শরীর ব্যথা
  • জ্বর জ্বর লাগা বা জ্বর হওয়া
  • বুক ব্যথা
  • শ্বাসক্রিয়ায় অসুবিধা

সর্দি এর চিকিৎসা - Treatment of Common Cold in Bengali

সাধারণ সর্দির জন্য কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। আপনার ডাক্তার হয়তো এর মোকাবিলা করায় সাহায্য করার জন্য এবং এটা সামলানোর জন্য মাল্টিভিটামিন নেবার পরামর্শ দিতে পারেন। চিকিৎসা দুটো প্রধান এলাকায় মনোযোগ দেয়ঃ 

  • আপনাকে একটু বেশি ভাল বোধ করাতে   
  • ভাইরাসটার সাথে কার্যকরভাবে লড়াই করার জন্য আপনার শরীরকে সাহায্য করতে।

সাধারণ সর্দির চিকিৎসা চলাকালীন ডাক্তাররা প্রচুর বিশ্রামের পরামর্শ দেন।

  • আপনাকে রাতে 10-12 ঘন্টা ধরে ঠিকঠাক ঘুমোতে পরামর্শ দেওয়া হচ্ছে।
  • আপনার নিজেকে জলযুক্ত রাখার জন্য খুব বেশি রকমে সুপারিশ করা হচ্ছে, সুতরাং যতটা পারেন জলপান করুন। এটা করার দ্বারা শ্লেষ্মা (মিউকাস) তরল করতে এবং গলায় বন্ধভাব কমাতে এটা সাহায্য করবে।  
  • আপনি হয়তো ইতিমধ্যেই জানেন যে এমন কোনও নির্দিষ্ট ওষুধ নেই যা সাধারণ সর্দি নিরাময় করতে পারে। কিন্তু সাধারণ সর্দির উপসর্গগুলির কার্যকরভাবে চিকিৎসা করার দ্বারা আক্রান্ত ব্যক্তিকে পর্যাপ্ত উপশম প্রদান করতে সাহায্য করে। 
  • শিশুদের ক্ষেত্রে যাদের 100.5F বা তার বেশি শরীরের তাপমাত্রাসহ জ্বর সেই সাথে শরীরে ব্যথা থাকে, চিকিৎসকদের দ্বারা প্যারাসিটামল সুপারিশ করা হয়। আপনার ডাক্তারের সাথে প্রথমে পরামর্শ করা ছাড়া কোনও ওষুধ না নিতে আপনাকে বিশেষভাবে বলা হচ্ছে। 
  • প্রাপ্তবয়স্করা যাঁরা জ্বর এবং শরীরের ব্যথায় ভুগছেন, একজন চিকিৎসকের সাথে পরামর্শ করার পর তাঁদের ক্ষেত্রে প্যারাসিটামল নিরাপদভাবে নেওয়া যেতে পারে। যদি জ্বর কয়েকদিনের বেশি স্থায়ী হয়, তখন নিশ্চিত করা এবং অন্যান্য রোগের সম্ভাবনা খারিজ করার জন্য রক্ত পরীক্ষার দরকার হতে পারে।   
  • গলার ব্যথা নিরাময়ের জন্য, এক কাপ গরম লবণাক্ত (নোনতা) জল উপশম আনতে গার্গলের জন্য ব্যবহার করা যেতে পারে।

সিউডোএফিড্রিন-এর মত বিশেষ শ্রেণীর ওষুধ নাসাপথ এবং গলার পথ পরিস্কার করায় সাহায্য করে। অক্সিমেটাজোলিন-এর মত নাকের বন্ধ অবস্থা উপশমকারীগুলিও (নাকের স্প্রে) সাধারণ সর্দি সামলানোর জন্য রোগীদের সাহায্য করায় অত্যন্ত সহায়ক দেখা গেছে। যাই হোক, স্বাস্থ্য বিশেষজ্ঞরা এটাও পরামর্শ দেন যে এই নাক-গলার বন্ধ অবস্থা উপশমকারী ওষুধগুলি 3-5 দিনের বেশি ব্যবহার করা উচিত নয় যেহেতু এটা বাধা সৃষ্টি করতে পারে এবং পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে একটা প্রতিক্ষেপ অবস্থা (আবার ফিরে আসা) প্রদর্শন করতে পারে। এর মানে হচ্ছে যে একটা সম্ভাবনা রয়েছে যে শ্লেষ্মা (মিউকাস) তৈরিসহ নাক এবং গলায় আরও বেশি বন্ধ অবস্থা ঘটতে পারে এবং গলায় বন্ধ অবস্থা বৃদ্ধি পাবে। গবেষণাও ইঙ্গিত দেয় যে সিউডোএফিড্রিনও রক্তচাপে একটা বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে এবং হৃৎস্পন্দন দ্রুততর করে। অ্যান্টিবায়োটিকগুলির বিধান দেওয়া হচ্ছে যদি শুধু আপনার ডাক্তার কোনও জীবাণুঘটিত সংক্রমণ সন্দেহ করেন।   

আমরা আপনাকে প্রবলভাবে সুপারিশ করছি নিজেই নিজের ওষুধ না নিতে এবং একজন ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য বিশেষ করে যদি আপনি হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিস এবং থাইরয়েড ব্যাধিগুলিতে ভোগেন।  

Cough Relief
₹716  ₹799  10% OFF
BUY NOW


তথ্যসূত্র

  1. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Common Cold
  2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Common Cold and Runny Nose
  3. National Health Service [Internet]. UK; Common Cold
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Common Colds: Protect Yourself and Others
  5. Ronald B. Turner. Rhinovirus: More than Just a Common Cold Virus . The Journal of Infectious Diseases, Volume 195, Issue 6, 15 March 2007, Pages 765–766. [Internet] Infectious Diseases Society of America.

সর্দি জন্য ঔষধ

Medicines listed below are available for সর্দি. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.