সারাংশ
মাথা বা ঘাড়ের কোনো এলাকার ব্যথার উপসর্গকে মাথাব্যথা বলা হয়। এটি মাথার এক দিকে অথবা দুই দিকেই হতে পারে, একটি বিন্দুতে হতে পারে কিম্বা একটি বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে পড়তে পারে। অধিকাংশ মাথাব্যথা তীক্ষ্ণ কিম্বা নিস্তেজ হয় এবং কয়েক মিনিট থেকে কয়েক দিন পর্যন্ত থাকতে পারে। একটি মাথাব্যাথার মূল্যায়ন সহজ বা কঠিন কাজ হতে পারে। যদিও বেশির ভাগ ক্ষেত্রে মাথাব্যথা ক্ষতিকারক নয়, কিন্তু কোন কোণ ক্ষেত্রে এটি একটি গুরুতর অসুখের ইঙ্গিত দেয়। মাথা ব্যাথা মুখ্য বা গৌণ হতে পারে। মুখ্য মাথাব্যথার কোন কারণ জানা থাকে না; আবার মাথাব্যথা যখন অন্য অসুখের কারণে হয় যা থেকে মাথার ভিতরে কোন ট্র্যাকশান বা প্রদাহ হয়। বিভিন্ন প্রকারের মাথাব্যথার লক্ষণগুলি নির্দিষ্ট হয়, সেগুলি অনন্য ভাবে ঘটে। সুতরাং এর জন্য মাননসই চিকিৎসার প্রয়োজন হয়।