ভিটামিনের প্রকার |
ভিটামিন বি র খাদ্য উৎস |
বি1 থায়ামিন |
ইস্ট, যকৃৎ, মাছ, বিন, সয়াবিন, মটরশুঁটি, আলু, টুনা, মাশরুম, সূর্যমুখির বীজ, টমেটো, বেগুন |
বি2 রিবোফ্ল্যাবিন |
ভেড়ার মাংস, দুধ, দুগ্ধজাত পণ্য, ঘোল, এলমন্ড, পাতাওয়াল সবজিমডিম, বাদাম, চাল, আস্ত শস্যদানা |
বি3 নিয়াসিন |
পাঁঠার মাংস, মুরগীর মাংস, স্যালমন এবং টুনা মাছ,ডাল, শিম, বীজ, চিনাবাদাম |
বি5 প্যান্টোথেনিক অ্যাসিড |
ডিম, মুরগীর মাংস, পাঁঠার মাংস, টার্কির মাংস, তাজা ফল ও সবজি, মাশরুম, আস্ত শস্যদানা, মধু |
বি6 পিরিডক্সিন |
ডাল, বিন, মুরগীর মাংস, মাছ, ফল, সবজি, সবুজ পাতাওয়ালা সবজি |
বি7 বায়োটিন |
ডিমের হলুদ অংশ, দুধ, ব্রোকোলি, কলা, আলু, আভোক্যাডো, বীজ, চিজ, শিম, বাদাম, শুয়োরের মাংস, পাতাওয়ালা সবজি |
বি8 ইনোসিটল |
ফল, সবজি, আস্ত শস্যদানা, বিন |
বি12 কোবাল্যেমিন |
গরুর মাংস, শুয়োরের মাংস, হ্যাম, মুরগীর মাংস, মেষশাবকের মাংস, মাছ, ডিম |