সোরিয়াটিক আর্থ্রাইটিস - Psoriatic Arthritis in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 04, 2019

March 06, 2020

সোরিয়াটিক আর্থ্রাইটিস
সোরিয়াটিক আর্থ্রাইটিস

সোরিয়াটিক আর্থ্রাইটিস কাকে বলে?

সোরিয়াসিস হল ত্বকের একটি দীর্ঘস্থায়ী অবস্থা যার ফলে ত্বক রক্তাভ এবং আঁশের মত হয়ে যায়। সোরিয়াটিক আর্থ্রাইটিস হল গাঁটের একপ্রকার প্রদাহ (স্ফীতি) যা সোরিয়াসিসের রোগীদের মধ্যে বৃদ্ধি হয়; আক্রান্ত গাঁটগুলি ফুলে যায় এবং প্রায়ই যথেষ্ট যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। সাধারণত, যাদের সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে তাদের আর্থ্রাইটিসের উপসর্গগুলি বেড়ে ওঠার কয়েক বছর আগে থেকেই সেরিয়াসিস থাকে।

এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?

যেহেতু এটি একপ্রকার আর্থ্রাইটিস, বিভিন্ন ক্ষেত্রে এর লক্ষণ এবং উপসর্গগুলি বিভিন্ন রকম হতে পারে। এই অবস্থায় থাকা মানুষের মধ্যে ঘটা সবচেয়ে সাধারণ লক্ষণ এবং উপসর্গগুলি হল:

  • গাঁট ফুলে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া।
  • পেশির যন্ত্রণা
  • ত্বকের বিভিন্ন জায়গায় আঁশের মত হয়ে যাওয়া।
  • ছোট গাঁটগুলিকে আক্রমণ করে, যেমন হাতের ও পায়ের আঙুল, কব্জি, গোড়ালি এবং কনুই।

কিছু ক্ষেত্রে চোখের সমস্যাও দেখা দিতে পারে, এর মধ্যে সবথেকে বেশি হয় কনজাংটিভাইটিস (চোখ ওঠা) এবং ইউভিআইটিস

এর প্রধান কারণগুলি কি কি?

সোরিয়াটিক আর্থ্রাইটিস সাধারণত বৃদ্ধি হয় এমন মানুষদের মধ্যে যারা কিছু সময় ধরে সোরিয়াসিসে ভুগছেন। মনে করা হয়, সোরিয়াসিসের মত সোরিয়াটিক আর্থ্রাইটিস রোগটিও সৃষ্টি হয় যখন শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা সুস্থ্য টিস্যুকে আক্রমণ করে। সেইজন্য, এটিকে অটোইমিউন অবস্থাও বলা হয়। এই আক্রমণগুলির সূত্রপাত কিভাবে হয় তা সঠিকভাবে জানা যায়নি, কিন্তু মনে করা হয় জিনগত ও পরিবেশগত উপাদানগুলি, যেমন, স্ট্রেস বা চাপ, ভাইরাস বা একটি আঘাত সম্মিলিতভাবে এর জন্য দায়ী।

এটি কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়?

গাঁটের সমস্যা অথবা কাঠিন্যের উপসর্গগুলি অনুযায়ী, চিকিৎসক কিছু পরীক্ষার নির্দেশ দিতে পারেন এবং পরবর্তী মূল্যায়নের জন্য রোগীকে রিউমাটোলজিস্টের কাছে পাঠাতে পারেন। আর্থ্রাইটিসের প্রকার নির্ণয়ের জন্য সাধারণত যে পরীক্ষাগুলি করা হয় তা হল এক্স-রে এবং রক্ত পরীক্ষা যার মাধ্যমে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট ও সি-রিঅ্যাক্টিভ প্রোটিনের মাত্রা বেশি আছে কিনা দেখা হয়।

কোন একটি নির্দিষ্ট ওষুধ সবরকম আর্থ্রাইটিসের ক্ষেত্রে কার্যকরী নয়, সুতরাং এর উপযুক্ত ওষুধ পাওয়ার আগে একাধিক ওষুধ পরখ করার দরকার হতে পারে। চলনশীলতা এবং গাঁটের সমস্যায় সাহায্য করার জন্য শারীরিক চিকিৎসার পাশাপাশি অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-রিউমাটিক ওষুধ দিতে পারেন। কর্টিকোস্টেরয়েড, বায়োলজিক বা ইমিউনোসাপ্রেসেন্ট জাতীয় ওষুধগুলিও এতে ব্যবহার করা হতে পারে।

অধিকাংশ ক্ষেত্রে, আর্থ্রাইটিস স্থায়ী হয় এবং একে সম্পূর্ণ দমন করা কঠিন হতে পারে, কিন্তু সঠিক ওষুধ ও থেরাপির সাহায্যে এর পুনরবনতি ঘটাকে এড়ানো যেতে পারে।



তথ্যসূত্র

  1. National Health Service [Internet]. UK; Psoriatic arthritis.
  2. Artur Jacek Sankowski et al. Psoriatic arthritis. Pol J Radiol. 2013 Jan-Mar; 78(1): 7–17. PMID: 23493653
  3. National Psoriasis Foundation [Internet] reviewed on 10/23/18; Psoriatic Arthritis.
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Psoriatic Arthritis
  5. National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases [Internet]. National Institute of Health; Psoriatic Arthritis.
  6. Jung-Tai Liu et al. Psoriatic arthritis: Epidemiology, diagnosis, and treatment . World J Orthop. 2014 Sep 18; 5(4): 537–543. PMID: 25232529
  7. Dafna D. Gladmana et al. Recent advances in understanding and managing psoriatic arthritis . Version 1. F1000Res. 2016; 5: 2670. PMID: 27928500
  8. Radiopedia [Internet]. Psoriatic arthritis.
  9. Busse K., Liao W. Which psoriasis patients develop psoriatic arthritis? Psoriasis Forum, Winter 2010; 16(4): 17-25. PMID: 25346592.

সোরিয়াটিক আর্থ্রাইটিস জন্য ঔষধ

Medicines listed below are available for সোরিয়াটিক আর্থ্রাইটিস. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹280.7

Showing 1 to 0 of 1 entries