নিউমোকক্কাল রোগ - Pneumococcal Disease in Bengali

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

May 03, 2019

March 06, 2020

নিউমোকক্কাল রোগ
নিউমোকক্কাল রোগ

নিউমোকক্কাল রোগ কি?

নিউমোকক্কাল রোগ হল এমন একটা রোগ, যা নিউমোকক্কাস নামক ব্যাক্টেরিয়ামের কারণে হয়। এটি বিভিন্ন রকমভাবে দেখা দিতে পারে, কিন্তু এটা সারিয়ে তোলা যায় এবং 90%-এরও অধিক ক্ষেত্রে মারাত্মক নয়। এই রোগের মূল ধরণের মধ্যে রয়েছে নন-ইনভেসিভ এবং ইনভেসিভ নিউমোকক্কাল রোগ। এই রোগের বিভিন্ন ধরনের বিরুদ্ধে মূলত নিয়মিত টীকাকরণের মাধ্যমে রোগ প্রতিরোধ করা যেতে পারে করে।

এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?

এই রোগের লক্ষণ এবং উপসর্গ আক্রান্ত অঙ্গের ওপর নির্ভর করে, যেমন - যদি কানে সংক্রমণ হয়ে থাকে, তখন কানের সংক্রমণের সাধারণ লক্ষণ দেখা দেয়। এই রোগ থেকে হতে পারা বিভিন্ন অবস্থার মধ্যে রয়েছে:

এর প্রধান কারণগুলি কি কি?

নিউমোকক্কাল ব্যাক্ট্রিয়াম এবং মানব শরীরে এর বিস্তার এই রোগের প্রধান কারণ। ব্যাক্টেরিয়া হাওয়ার মাধ্যমে ছড়ায় এবং শরীরে নাক বা মুখ দিয়ে প্রবেশ করে আর তারপর গলা দিয়ে ফুসফুস, কান অথবা এমনকি মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অংশে চলে যায়। যখন কোনও ব্যক্তির দেহের রোগপ্রতিরোধক ব্যবস্থা দুর্বল হয়, এই ব্যাক্টেরিয়া বিভিন্ন অবস্থা এবং তার সঙ্গে যুক্ত লক্ষণের কারণ হতে পারে।

এটি কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়?

রোগ নির্ণয় সাধারণত শারীরিক পরীক্ষা দিয়ে শুরু হয়, তা থেকে সংক্রমণ সম্বন্ধে চিকিৎসকের কাছে স্পষ্ট ধারণা আসা উচিত। সমস্যা গুরুতর হলে, ডাক্তার আপনাকে কিছু পরীক্ষা করানোর পরামর্শ দেবেন, যাতে ফুুসফুস, গাঁট অথবা হাড় থেকে তরল সংগ্রহ এবং বুকের এক্স-রে করা হয়।

নিউমোকক্কাল রোগের হাত থেকে বাঁচার সবেচেয় সাধারণ পদ্ধতি হলো টীকাকরণ। যেসব ঘটনায় রোগী থেকে আগে থেকেই আক্রান্ত, সেখানে রোগের উপসর্গকে কেন্দ্র করে প্রাথমিক চিকিৎসা পদ্ধতি আবর্তিত হয়।

রোগ কি রকম আকার নিয়েছে এবং শরীরে ছড়িয়ে পড়েছে, তার উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতি ভিন্ন হতে পারে। সংক্রমণের কিছু মৃদু ঘটনার ক্ষেত্রে, ওষুধ ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তি আপনা থেকেই অথবা অ্যান্টিবায়োটিকের সামান্য মাত্রাতেই ঠিক হয়ে যান। তবে, ইনভেসিভ নিউমোকক্কাল রোগের জন্য ভারি মাত্রার ওষুধ দেওয়ার প্রয়োজন হতে পারে। কিছু গুরুতর ঘটনারক্ষেত্রে, সংশ্লিষ্ট ব্যক্তিকে হয়ত হাসপাতালে ভর্তি করতে হতে পারে।



তথ্যসূত্র

  1. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Diagnosis and Treatment.
  2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Symptoms and Complications.
  3. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Pneumococcal disease.
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Pneumococcal Infections.
  5. SA Health [Internet]. Government of South Africa; Pneumococcal infection - including symptoms, treatment and prevention.

নিউমোকক্কাল রোগ জন্য ঔষধ

Medicines listed below are available for নিউমোকক্কাল রোগ. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.