সারাংশ
পায়ের পাতা এবং পায়ের গোছে 26 টি হাড় আছে, 33 টি সন্ধিস্থল আছে, আর তারা 100 টি টেন্ডনের (পেশিবন্ধ) সাহায্যে পরস্পরের সঙ্গে সংযুক্ত। গোড়ালি অথবা ক্যালকেনিয়াম হচ্ছে পায়ের সবচেয়ে বড় হাড়। গোড়ালির বেশি ব্যবহার বা সেখানে আঘাতের ফলে যন্ত্রণা হতে পারে, যা উল্লেখযোগ্যভাবে হাঁটাচলা করার অসুবিধা সৃষ্টি করতে পারে, তা যেমন অল্প হতে পারে তেমন সম্পূর্ণ অক্ষমতার সৃষ্টি করতে পারে। কোনও কোনও সময়ে গোড়ালির ব্যাথা ঘরোয়া চিকিৎসায় সারতে পারে, আবার কখনও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।