হাতে ব্যথা - Hand Pain in Bengali

Dr. Nadheer K M (AIIMS)MBBS

May 09, 2019

July 31, 2020

হাতে ব্যথা
হাতে ব্যথা

হাতে ব্যাথা কাকে বলে?

হাতের ব্যাথা মৃদু অথবা তীব্র হতে পারে, এবং কোন কোন সময়ে তা এতটাই মারতত্মক হতে পারে যে তা মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি করে। অধিকাংশ ক্ষেত্রে এই ব্যাথা কোন রোগের প্রকাশ হতে পারে এবং অন্তর্নিহিত সেই কারণটির চিকিৎসা করলেই সাধারণত ব্যাথার উপশম করে।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি?

প্রদাহ, আঘাত, স্নায়ু নষ্ট হয়ে যাওয়া, দীর্ঘকালীন স্বাস্থ্যের সমস্যা (যেমন, বিভিন্ন ধরণের ঘাটতি, হাইপারইউরিসেমিয়া), হাতের যেকোন হাড় বা লিগামেন্ট মচকানো বা ভাঙার ফলে হাতে ব্যাথা হতে পারে। হাতের কোন অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং তার বিকারতত্বের কারণের উপর নির্ভর করে হাতে ব্যাথার ভিন্ন ভিন্ন উপসর্গ দেখা যায়; যদিও, হাতে ব্যাথার সবথেকে সাধারণ উপসর্গগুলি হল:

  • ব্যথা (দপদপ করা, ঝিনঝিন করা বা খিঁচ ধরা)।
  • ফোলা
  • শক্ত হয়ে যাওয়া।
  • ঝিঁঝিঁ বা অবশ অনুভূতি।
  • হাত নাড়াতে বা ক্ষতিগ্রস্থ হাত দিয়ে কাজ করতে সমস্যা বা অক্ষমতা।

এর প্রধান কারণগুলি কি কি?

হাতের হাড়, গাঁট, টেন্ডন, যোগকলা বা স্নায়ু প্রভৃতি অন্তর্নিহিত কাঠামোর অসুখের ফলে হাতে ব্যাথা হতে পারে। হাতে ব্যাথার কিছু পরিচিত কারণের মধ্যে আছে:

কিভাবে এটি নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা কি?

যথাযথ চিকিৎসার ইতিহাস গ্রহণ এবং উপযুক্ত পরীক্ষার সাহায্যে এই সমস্যার সম্ভাব্য নির্ণয় করা যেতে পারে। কিছু রক্ত পরীক্ষা ও রেডিওলজিকাল টেস্টের মাধ্যমে এর নিশ্চিত নির্ণয় সম্ভব। এই পরীক্ষাগুলি হল:

  • রক্ত পরীক্ষা:
    • এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট (ইএসআর) সহ কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি)
    • সি-রিআক্টিভ প্রোটিন
    • রিউমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর
    • ভিটামিন ডি3 মাত্রা
    • ইউরিক এসিড মাত্রা
  • ক্ষতিগ্রস্থ হাতের কব্জির এক্স-রে
  • স্নায়ুর সমস্যা খুঁজতে কব্জির এমআরআই করা হয়

হাতে ব্যাথার চিকিৎসা পদ্ধতি:

হাতে ব্যাথার চিকিৎসা নির্ভর করে ব্যাথার কারণের উপর, তবে ফিজিক্যাল থেরাপির সাথে কিছু ওষুধের প্রয়োগ ব্যাথা কমাতে সাহায্য করে। ব্যবহৃত চিকিৎসা প্রণালীগুলি হল:

  • ওষুধ - প্যারাসিটামল, এসিক্লোফেনাক, এবং আইবুপ্রফেন জাতীয় ওরাল এনালজেসিক (ব্যাথা কমানোর ওষুধ) ব্যাথার উপশমে ব্যবহার করা যেতে পারে।
  • বরফের প্যাক - হাতে বরফ বা বরফের প্যাক ব্যবহার ব্যাথা কমাতে সাহায্য করে।
  • ফিজিক্যাল থেরাপি - উপযুক্ত ফিজিক্যাল থেরাপি হাতে ব্যাথার উপশমে যথেষ্ট সাহায্য করতে পারে।
  • থেরাপিউটিক আল্ট্রাসাউন্ড নিউরোজেনিক (স্নায়ুজনিত) বা ঝিনঝিনে ব্যাথা কমাতে সাহায্য করে।



তথ্যসূত্র

  1. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Hand pain
  2. National Institute of Neurological Disorders and Stroke. [Internet]. U.S. Department of Health and Human Services; Carpal Tunnel Syndrome Fact Sheet.
  3. American Dental Association. [Internet]. Niagara Falls, New York, U.S.; Reducing Hand Pain.
  4. Orthoinfo [internet]. American Academy of Orthopaedic Surgeons, Rosemont IL. Arthritis of the Hand.
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Wrist pain