সারাংশ
মানব শরীরের তাপমাত্রা 37°C বা 98.6°F থাকে। শরীরের তাপাত্রা 1°C বাড়লে তাকে জ্বর বলে অভিহিত করা হয়। জ্বরকে মনে করা হয় শারীরিক অসুস্থতার জন্য দায়ী প্যাথোজেন-এর বিরুদ্ধে লড়াই করার প্রতিরোধী শক্তি।
জ্বরের অসংখ্য কারণ আছে। খুব সাধারণ থেকে জটিল কারণ নির্ভর করে জ্বরের এজেন্ট, সময়সীমা, এবং জ্বরের প্রকারের ওপর। শরীরের বিপাকীয় প্রক্রিয়া খুবই জ্বর নির্ভর এবং কোনও ব্যক্তির তাপমাত্রা খুব কমই বেসলাইন থেকে 1°C ওঠাপড়া করে।
হাল্কা জ্বর কমানোর ক্ষেত্রে ওষুধের দোকান থেকে সরাসরি কেনা প্যারাসিটামল কার্যকরী হয়। কিন্তু যদি পরীক্ষা করে দেখা যায় কোনও সংক্রমণ হয়েছে তাহলে চিকিৎসকের পরামর্শমত নির্দিষ্ট চিকিৎসা করতে হবে।