অ্যাটোপিক ডার্মাটাইটিস কি?
অ্যাটোপিক ডার্মাটাইটিস, একে একজিমাও বলা হয়, একটি সাধারণ চর্মরোগ যার বৈশিষ্ট হলো চুলকানি ও আঁশের মতো ত্বক। এটি বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বেশী দেখা যায় এবং বারবার হতে পারে। এটি একটা প্রাথমিক সুত্রপাতের অবস্থা, এমনকি জন্মের পর ছয় মাস বয়সেই এই রোগ দেখা দিতে পারে।
এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?
- একজিমার চিকিৎসাগত চিত্র বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন হয় কিন্তু এটির বিশেষত্ব হলো শুষ্ক এবং লাল হয়ে যাওয়া ত্বক এবং যাতে চুলকানি ধীরে ধীরে বাড়তে থাকে।
- ত্বক চুলকালে জ্বালাভাব অনুভুত হয়, এবং এমনকী রক্তপাতও হয়।
- প্রায়ই এক্ষেত্রে পুঁজ-ভরা ব্রণ দেখা দেয়, যা সংক্রমণের ইঙ্গিত দেয়। যদি সংক্রমণ হয়, তাহলে তা শরীরের অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়তে পারে।
- অন্যান্য উপসর্গের মধ্যে দেখা যায় জলে ভরা ফুসকুড়ি এবং কালো ও কুঁচকানো ত্বক। এই অবস্থায় চোখ ও ঠোঁটের চারপাশের অংশ কালো হয়ে যায়।
- চুলকানি সব চাইতে বেশী রাত্রিতেই হয় এবং ফলে ঘুমে ব্যাঘাত ঘটে।
- একজিমা একটি দীর্ঘকালীন রোগ যার সাথে হাঁপানি, হে ফিভার ও অন্যান্য অ্যালার্জিও দেখা দিতে পারে।
এর প্রধান কারনগুলি কি কি?
- যদিও এর কোনো নির্দিষ্ট কারণ নেই, তবুও কিছু ঝুঁকির কারণ আছে যার ফলে একজিমা হতে পারে।
- গবেষকরা বিশ্বাস করেন যে এটি জিনগত কারণেও হতে পারে, একই পরিবারের বিভিন্ন সদস্য এই রোগে ভোগেন।
- অত্যন্ত প্রদূষিত এলাকায় বসবাস, অত্যন্ত শুষ্ক ও ঠান্ডা আবহাওয়াও এই রোগের কারণ হতে পারে।
- আর যে সমস্ত কারণে একজিমা হতে পারে সেগুলি হল, খাবারে থাকা অ্যালার্জি, রেণু, উলের পোষাক, ধুলো, ত্বকচর্চার সামগ্রী এবং এমনকী তামাক সেবনও এর কারণ হতে পারে।
কিভাবে এই রোগটি নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা কি?
- একজন চর্মরোগ বিশেষজ্ঞ একজিমা হয়েছে কিনা তা জানার জন্য চিকিৎসাকেন্দ্রে চর্ম পরীক্ষা করেন। লাল, শুষ্ক ও চুলকানিযুক্ত ত্বক এই রোগের বৈশিষ্ট্য।
- যেহেতু এটি একটি সাময়িক অবস্থা এবং এর বিশেষ কিছু চিকিৎসাগত বৈশিষ্ট্য আছে, তাই কোন রক্ত পরীক্ষা বা ইমেজিং বা প্রতিবিম্বকরণের প্রয়োজন হয় না।
- যদি আপনার বা আপনার শিশুর লাগাতার জ্বর অন্য আনুষঙ্গিক উপসর্গ দেখা দেয় তাহলে চিকিৎসক আপনাকে একটা প্রাথমিক রক্তপরীক্ষা করতে পরামর্শ দেবেন।
- যদিও এই সমস্যাটি সম্পূর্ন নির্মূল হয় না, তবুও উপশমের জন্যে অ্যান্টি-হিস্টামাইন, অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড ক্রিম দেওয়া হয়।
- এই রোগটি বারবার যাতে না হয় সেজন্যে কি থেকে এটি হচ্ছে সেটি সনাক্ত করা হয় ও সেটিকে এড়িয়ে চলতে বলা হয়, কোনো রুক্ষ সাবান এবং ত্বকের প্রসাধনী ব্যবহার কম করা, এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে বলা হয়।
- স্নানের পর আপনার শিশুর ভালোভাবে ত্বক শুকনো করা দরকার, এবং দিনে কম করে দুবার ময়শ্চারাইজার ব্যবহার করা দরকার।