ওয়ার্টস - Skin Warts in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

February 08, 2019

March 06, 2020

ওয়ার্টস
ওয়ার্টস

সারাংশ

আঁচিল/জড়ুল/আব হচ্ছে ত্বকের ছোট অস্বাভাবিক বৃদ্ধি (ফোলা) যা শরীরের যেকোন অংশে দেখা যেতে পারে, কিন্তু এগুলি সাধারণভাবে মুখ, হাত, এবং পায়ে দেখা যায়। হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) [আব বা মেদবহুল গ্রন্থি] দ্বারা একটা সংক্রমণের কারণে এগুলো ঘটে, যা ত্বক বা চামড়ার অগভীর ছিদ্র বা আঁচড়ের দাগের মাধ্যমে দেহে ঢোকে। আঁচিল বা জড়ুল অত্যন্ত বেশি ছোঁয়াচে এবং ছুঁলে চটজলদি ছড়ায়। এগুলো বিভিন্ন গড়ন এবং আকারে ঘটে এবং সেগুলোর চেহারা এবং যেখানে সেগুলো ঘটে সেই জায়গা অনুযায়ী পার্থক্য করা হয়। আঁচিল/জড়ুল/আবের প্রধান ধরণগুলি হল সাধারণ আব, পায়ের আব, চ্যাপ্টা আব, আঙুল-আকৃতির (ফিলিফর্ম) আব, মোজেইক আব। আবের কোনও নিরাময় নেই এবং চিকিৎসা নজর দেয় ক্রায়োথেরাপি (প্রচণ্ড ঠাণ্ডা প্রয়োগে চিকিৎসা) বা ইলেক্ট্রোথেরাপির দ্বারা চামড়াতেই নির্মূল করা, অথবা ভাইরাস বা জীবাণুটার বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি (শরীরে ঢোকা ক্ষতিকর পদার্থের বিরুদ্ধে লড়ার জন্য জীবাণু-প্রতিরোধক) গড়ে তোলার জন্য  দেহের রোগপ্রতিরোধক ব্যবস্থা পুনরায় সচল করার দ্বারা। স্যালিসিলিক অ্যাসিড বা নলাকৃতি টেপ ব্যবহার করা এবং অন্যান্য ওষুধের দ্বারা এটা করা হয়। যদি আবগুলি নির্মূল (ধ্বংস) করা হয়, তাহলে সেগুলো আবার ফিরে আসার সর্বদা একটা সম্ভাবনা থাকে। বেশির ভাগ আব কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে নিজের থেকেই সাফ হয়ে যায় যেহেতু শরীর জীবাণুটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। স্বাস্থ্যবান লোকেদের ক্ষেত্রে আব কোনও জটিলতা সৃষ্টি করেনা। যদিও এগুলো সারানো কঠিন, আব সাধারণতঃ কোনও উল্লেখযোগ্য বিপদ ঘটায় না।     

ওয়ার্টস কি - What is Warts in Bengali

যেকোন ব্যক্তির আব হতে পারে, কিন্তু এগুলো টিন এজার (13-19 বৎসর বয়সী কিশোর-কিশোরী) এবং শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। শিশু এবং কিশোর-কিশোরীদের প্রায় 33%-এর কোন না কোন সময় আব হতে পারে। বেশির ভাগ আব ব্যথাহীন এবং নিজের থেকেই চলে যাওয়ার প্রবণতা থাকে। সমস্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র 3 থেকে 5%-এর আব গড়ে ওঠার প্রবণতা থাকে। বেশির ভাগ মানুষ চিকিৎসার সিদ্ধান্ত নেন যখন আবগুলো নিজের থেকে অদৃশ্য হয়না এবং দেখতে বিশ্রী আর কদাকার লাগে।     

আবগুলি কি?

আব হচ্ছে একটা অতি ব্যাপক জীবাণুঘটিত ত্বকের অবস্থা যা ত্বকের বাইরের ভাগে ক্ষুদ্র আকারের বৃদ্ধির (ফোলা বা স্ফীতি) আকারে ঘটে। হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) নামে কথিত একটা প্রচলিত জীবাণু এগুলো সৃষ্টি করে। আবগুলি বিভিন্ন গড়ন এবং আকারে দেখা যায়। এগুলি খুব ছোট্ট বা বড় এবং  বিভিন্ন রঙের যেমন সাদা, গোলাপী, অথবা বাদামী কিংবা আপনার ত্বকের রঙের হতে পারে। এগুলি কর্কশ বা মসৃণ, চ্যাপ্টা বা উত্থিত কিংবা লম্বা এবং চর্মসার হতে পারে। আবগুলি সাধারণভাবে হাত, পা, এবং মুখে বেড়ে ওঠে, যদিও এগুলি শরীরের যেকোন স্থানে ঘটতে পারে।   

Face Serum
₹349  ₹599  41% OFF
BUY NOW

ওয়ার্টস এর উপসর্গ - Symptoms of Warts in Bengali

আব বা জড়ুলের বৈশিষ্ট্যগত উপসর্গ হল চামড়ার ক্ষুদ্র (ছোট) বৃদ্ধি (ফোলা) যা শরীরের বিভিন্ন অংশে হতে পারে। আব এককভাবে অথবা দলবদ্ধভাবে বা থোকায় প্রকাশ পেতে পারে যা একটা বিস্তীর্ণ (বড়) এলাকা ঢেকে দিতে পারে। কিছু আব যেখানে সেগুলো অবস্থিত সেখানে চুলকানি, আঁটোভাব অথবা একটা চাপের অনুভূতি ঘটাতে পারে। কিছু আবের মধ্যে কালো দাগ (বীজও বলা হয়) থাকার প্রবণতা থাকে। আব সাধারণতঃ ব্যথাহীন হয় এবং কোনও অস্বস্তি ঘটায়না। পায়ের গোড়ালির তলায় গড়ে ওঠা আবগুলি, যদি সেগুলো ভিতরের দিকে জন্মায়, হাঁটার সময় ব্যথা সৃষ্টি করে।      

ওয়ার্টস এর চিকিৎসা - Treatment of Warts in Bengali

বেশির ভাগ আবের চিকিৎসার দরকার হয়না এবং নিজের থেকেই চলে যাওয়ার প্রবণতা থাকে। একটা নির্দিষ্ট সময়ের পরে, শরীর সেগুলোর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে প্রবণ হয়, এবং সেগুলো উধাও হয়ে যায়। যাই হোক, কখনও কখনও এটা কয়েক মাস বা এমনকি কয়েক বছর সময় নিতে পারে। যেহেতু আবগুলি দেখতে অনাকর্ষণীয় বা বিশ্রী লাগে এবং ব্যক্তির আত্মমর্যাদা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে কিংবা যদি সেগুলো বেদনাদায়ক হয়, সেজন্য চিকিৎসা চাওয়া হয়।   

অন্য কোনও অন্তর্নিহিত (ভিতরের) চিকিৎসাগত অবস্থার উপস্থিতি খারিজ করার জন্য আপনার আব পরীক্ষা করার জন্য একজন চর্মরোগবিশেষজ্ঞের সাথে পরামর্শ করার জন্য খুব বেশি রকমে পরামর্শ দেওয়া হচ্ছে। 

ঘরোয়া চিকিৎসা

আব চিকিৎসার জন্য বিভিন্ন ধরণের ঘরোয়া চিকিৎসা সহজলভ্য। এগুলির মধ্যে আছেঃ

  • স্যালিসিলিক অ্যাসিড
    আব চিকিৎসার জন্য এটা হচ্ছে সবচেয়ে প্রচলিত ঘরোয়া টোটকা। বেশির ভাগ দেশে স্যালিসিলিক অ্যাসিড বিনা প্রেসক্রিপশনে পাওয়া যায়, এবং এটা বিভিন্ন ঘনত্বে লভ্য। বেশির ভাগ ক্রিম বা জেল-এ এগুলো কিভাবে প্রয়োগ করা যায় তার বিশদ নির্দেশ থাকে। আপনাকে সতর্কভাবে নির্দেশগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে যেহেতু স্যালিসিলিক অ্যাসিড চামড়ার খোসা ওঠা এবং জ্বলন সৃষ্টি করতে পারে। 
    কোনও উন্নতি লক্ষ্য করার আগে কয়েক সপ্তাহ ধরে দিনে কয়েকবার ওষুধটা আপনার লাগানো দরকার। আবের উপরের স্তর ধীরে ধীরে ঘষে তুলে ফেলা এবং ওষুধ লাগানোর আগে আব পরিস্কার করা ওষুধের ফলাফল দ্রুততর করতে সাহায্য করে। যাই হোক, চামড়ার অন্যান্য অংশে যাতে জীবাণু না ছড়ায় সেটা নিশ্চিত করার জন্য উচ্চ স্তরের পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা জরুরি। স্যালিসিলিক অ্যাসিড চামড়ায় জ্বলন সৃষ্টি করার দ্বারা কাজ করে এই আশায় যে আপনার রোগ-প্রতিরোধী ব্যবস্থা কাজে দ্রুত সক্রিয় হবে এবং জীবাণু ধ্বংস করার জন্য অ্যান্টিবডি গড়ে তুলবে। জীবাণুটা সরাসরি নির্মূল করা অসম্ভব। 
  • নলাকৃতি টেপ (ফিতা)
    কোনও কোনও ডাক্তার আবে নলাকৃতির টেপ (ফিতা) লাগাতে পরামর্শ দেন। টেপটা কিছুদিন পর খুলে নেওয়া হয়। এটা বিশ্বাস করা হয় যে সংক্রামিত চামড়ার পরতের খোসা তোলা জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিরোধক ব্যবস্থাকে সক্রিয় করে তোলে। 
    প্রথমে, চামড়া বা ত্বক নরম করার জন্য গরম জলে আবটাকে ভেজান, এবং তারপর শিরীষ কাগজের ব্যবহার করে ফেলার যোগ্য একটা পাতলা বোর্ড দিয়ে নরমভাবে পালিশ করুন। জায়গাটায় একটা ছোট নলাকারের টেপের টুকরো লাগান। প্রতি 5 থেকে 6 দিন পর পর টেপটা বদলে দিতে থাকুন, যতক্ষণ পর্যন্ত না আবটা অদৃশ্য হয়ে যায়।     

যদি আপনার আব সংখ্যায় বাড়ে, যন্ত্রণা দেয় অথবা কোনও প্রকারে চুলকায় কিংবা যদি আপনার ত্বকের বৃদ্ধির ধরণের বিষয়ে আপনি অনিশ্চিত হন, সঙ্গে সঙ্গে একজন চর্মরোগবিশেষজ্ঞকে দেখানো জরুরি।  

মেডিক্যাল চিকিৎসা

  • ক্রায়োথেরাপি
    একজন চর্মরোগবিশেষজ্ঞ ক্রায়োথেরাপি নামে কথিত একটা প্রক্রিয়া চালাতে পারেন যাতে আবের বাইরের শক্ত কোষগুলিকে তরল নাইট্রোজেন দিয়ে ঠাণ্ডায় জমানোর দ্বারা নির্মূল করা হয় এবং তারপর ত্বকটাকে নিরাময় করতে সাহায্য করা হয়। তরল নাইট্রোজেনের কম তাপমাত্রার কারণে ত্বক লাল হয়ে উঠতে বা ফুলে যেতে পারে। আবের সংখ্যা এবং আকারের উপর ভিত্তি করে বারবার সেশনের (পরামর্শের জন্য বৈঠক) দরকার হতে পারে। সাধারণতঃ, ত্বকের নিরাময়ের জন্য সেশনগুলির মধ্যে 7 থেকে 10 দিনের একটা ফাঁক রাখা হয়। আপনার চর্মরোগবিশেষজ্ঞ চিকিৎসার আগে একটা অনুভূতিনাশক ক্রিম প্রয়োগ করতে পারেন।   
  • ক্যান্থারাইডিন
    আপনার চর্মরোগবিশেষজ্ঞ ওষুধ দিয়ে লেপন বা প্রলেপ দ্বারা আবের চিকিৎসা করবেন যা আবটাকে নিরাময় করবে। মৃত আবটা তখন এক সপ্তাহ বা তার পর বাদ দেওয়া হয়। 
  • এলেক্ট্রোসার্জারি এবং কিউরেটাজ (বা কিউরেটেজ) 
    ইলেক্ট্রোসার্জারিতে যুক্ত থাকে আবটাকে পোড়ানো এবং এটা সাধারণ আব, আঙুল-আকৃতির (ফিলিফর্ম) আব, এবং পায়ের পাতার আবগুলিতে ফলপ্রদ। কিউরেটাজ-এ (বা কিউরেটেজ) জড়িত থাকে একটা ধারালো ছুরির সাহায্যে আবটাকে কাটা বা চেঁছে তুলে ফেলা। সাধারণতঃ উভয় প্রক্রিয়াই একসাথে সম্পাদন করা হয়, এবং আবটাকে প্রথমে পোড়ানো এবং তারপর চেঁছে তুলে ফেলা কিংবা এর উল্টোটা করা হতে পারে।
  • কাটা
    এটায় জড়িত থাকে কাটা এবং চামড়ার উপরিভাগ থেকে আবটা বাদ দেওয়া।

আবের চিকিৎসা ফলপ্রসূ, কিন্তু এটা লক্ষ্য করা উচিত যে আবগুলি আবার হতে পারে, বিশেষতঃ যদি জীবাণু ত্বকে তখনও উপস্থিত থাকে অথবা এটা আবার সংক্রামিত করে। জীবাণু  যা আবগুলি সৃষ্টি করে সেটার বিরুদ্ধে আপনার শরীরের অ্যান্টিবডি গড়ে তোলা ছাড়া, সেগুলির জন্য কোনও স্থায়ী চিকিৎসা নেই।

Body Brightening Cream
₹349  ₹649  46% OFF
BUY NOW


তথ্যসূত্র

  1. InformedHealth.org [Internet]. Cologne, Germany: Institute for Quality and Efficiency in Health Care (IQWiG); 2006-. Warts: Overview. 2014 Jul 30 [Updated 2017 May 4]
  2. American Academy of Dermatology. Rosemont (IL), US; Warts
  3. American Academy of Dermatology. Rosemont (IL), US; What warts look like
  4. American Orthopaedic Foot & Ankle Society [Internet] Orthopaedic Foot & Ankle Foundation, Rosemont, IL; Ailments of the Big Toe
  5. American Academy of Dermatology. Rosemont (IL), US; Dermatologists share tips to treat common warts

ওয়ার্টস জন্য ঔষধ

Medicines listed below are available for ওয়ার্টস. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for ওয়ার্টস

Number of tests are available for ওয়ার্টস. We have listed commonly prescribed tests below: