সারাংশ
চোখ বা চোখের পাতা ফুলে যায় যখন তাদের চারপাশের টিস্যুতে জল বা ফ্লুইড জমে যায়। আপনার চোখের ওপরে ওপরের বা নিচের অংশ ফুলে গেলে অস্বাচ্ছন্দ্য বোধ হয়। সাধারণত 24 ঘণ্টার মধ্যে এটি মিলিয়ে যায়। যখন চোখের চারপাশে প্রদাহ হয় বা ফুলে যায় তখন চোখের চারপাশের টিস্যু এবং চোখের পাতা প্রভাবিত হয় এবং ফুলে যায়। চোখ ফুলে যাওয়ার সঙ্গে যে যে পরিস্থিতির উদধ্বব হতে পারে সেগুলি হল চোখে কালশিটে পড়া, কনজাংটিভাইটিস হওয়া, চোখে অ্যালার্জি, সেলুলাইটিস, বা কর্নিয়ায় ক্যান্সার হওয়া। যদি আঘাতজনিত বা সংক্রমণের কারণ না থাকে তাহলে চোখ ভাল করে ধুয়ে ফেললে, বা চোখে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করলে ফোলা কমে যায়। যদি অ্যালার্জির কারণে ফুলে থাকে তাহলে অ্যান্টি-অ্যালার্জিক চোখের ড্রপ ব্যবহার করতে হবে আর চোখের ফোলার কারণ যদি কন্ট্যাক্ট লেন্স হয় তাহলে অবশ্যই তা খুলে ফেলতে হবে। যদি আপনার চোখের ফোলা 24 থেকে 48 ঘণ্টার মধ্যে না কমে এবং তার সঙ্গে চোখে ব্যাথা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়া জাতীয় অন্যান্য উপসর্গ থাকে তাহলে অবিলম্বে আপনার চক্ষু চিকিৎসকের সঙ্গে দেখা করুন।