পেটে গ্যাস - Stomach Gas in Bengali

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

December 26, 2018

May 03, 2023

পেটে গ্যাস
পেটে গ্যাস

সারাংশ

আন্ত্রিক গ্যাস, যা পেটের ভিতরের বায়ু হিসাবেও পরিচিত, একটা এমন  অবস্থা যেখানে অন্ত্রে গ্যাস জমা হয়। এটা ঢেঁকুর তোলা (উদ্গার), পেট ফুলে ওঠা (পেটভার), বাতকর্ম করা (বায়ু নিঃসরণ করা) এবং এমনকি পৈটিক খিঁচুনিরও কারণ হয়। গ্যাস নিঃসরণের পথের পরিভাষা পেট-ফাঁপা হিসাবে পরিচিত। যখন আমরা খাই এবং কথা বলি, গ্যাস সাধারণতঃ মুখের মাধ্যমে শরীরে ঢোকে। বৃহদন্ত্রে (লার্জ ইন্টেস্টাইন বা ইন্টেস্টিন) থাকা জীবাণুগুলি খাবার ভেঙে ফেলে, যে ব্যাপারটাও  গ্যাস সৃষ্টি করে। পেট বা উদরের বায়ু মলদ্বার অথবা মুখের মাধ্যমে বার করা স্বাভাবিক। কারণগুলি সাধারণ বদহজম থেকে শুরু করে আলসারেটিভ কোলাইটিস-এর (যা মলদ্বার এবং কোলনের ভিতরের ঝিল্লিতে জ্বলন এবং ক্ষত সৃষ্টি করে) মত বেশি জটিল অবস্থা পর্যন্ত হতে পারে। রোগ সনাক্তকরণ সাধারণতঃ ক্লিনিক্যাল লক্ষণ এবং উপসর্গের উপর ভিত্তি করে হয়। গুরুতর ক্ষেত্রগুলিতে, অন্তর্নিহিত অবস্থা নিশ্চিত করবার জন্য আপনার ডাক্তার পেটের এক্স-রে, আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপি অথবা রক্ত পরীক্ষা করানোর জন্য আপনাকে বলতে পারেন। আন্ত্রিক গ্যাসের চিকিৎসা খুব কম সময়ই দরকার হয় যদি না এটা প্রচণ্ড অস্বস্তি অথবা সামাজিক লজ্জার কারণ ঘটায়। অন্তর্নিহিত কারণের চিকিৎসাও স্বস্তি দেয়। কিছু বিশেষ খাবার যা আন্ত্রিক গ্যাস সৃষ্টির সাথে জড়িত সেগুলি এড়ানোও সাহায্য করতে পারে। আন্ত্রিক গ্যাসের জটিলতা খুব কমই শোনা যায় এবং চটজলদি চিকিৎসা এবং খাদ্যতালিকায় সামান্য বদলের সাহায্যে ফলাফল দারুণ হয়।

পেটে গ্যাস কি - What is Stomach Gas in Bengali

মানুষের শরীরে পেটের বায়ু সৃষ্টি হয় পরিপাক বা হজমের নালীতে (গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল ট্র্যাক্ট) জীবাণুগুলির দ্বারা খাবার ভাঙা অথবা অনিচ্ছাকৃতভাবে বাতাস গিলে ফেলার কারণে। এটা পেট-ফাঁপা বা ঢেঁকুর তোলার কারণ ঘটায়। অন্ত্রতে প্রায় <200 ml গ্যাস থাকে যেখানে প্রায় 600-700 ml গ্যাস রোজ শরীর থেকে বাতকর্ম রূপে বার হয়। পেট-ফাঁপা একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ। পেটের বায়ুর পুনরাবৃত্তি এবং যে পরিমাণ বার হয় তা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন ভিন্ন ধরণের হয়। এটা অস্বস্তিকর এবং লজ্জাকর হতে পারে। পেটের বায়ুতে হাইড্রোজেন, মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড-এর মত গ্যাস থাকে। দুর্গন্ধটা হাইড্রোজেন সালফাইড-এর গন্ধের মত একই রকম হয়।     

Digestive Tablets
₹312  ₹349  10% OFF
BUY NOW

পেটে গ্যাস এর উপসর্গ - Symptoms of Stomach Gas in Bengali

অত্যধিক আন্ত্রিক গ্যাসের উপসর্গগুলি নিম্নরূপঃ

  • ঢেঁকুর তোলা (উদ্গার তোলা) 
    প্রধানতঃ পরিপাক (হজম) নালীর উপরের অংশগুলিতে (পাকস্থলী এবং ক্ষুদ্র অন্ত্র [স্মল ইন্টেস্টিন] অত্যধিক বায়ু জমা (গেলা বা কথা বলার সময়) থেকে এটা ঘটে।
  • পেট-ফাঁপা (বাতকর্ম করা)
    এটা প্রধানতঃ বৃহদন্ত্রে (লার্জ ইন্টেস্টিন), গ্যাস বা বায়ু জমার কারণে হয়। প্রধান কারণ হল ব্যাক্টেরিয়া দ্বারা গেঁজিয়ে ওঠা খাবার বা উদ্ভিজ্জ তন্তু (ফাইবার) অথবা মিশ্রিত কার্বোহাইড্রেট (শর্করা) ভাঙা। কোন কোন সময় খাবারের অসম্পূর্ণ হজমের কারণে গ্যাস সৃষ্টি হতে পারে।       
  • পেট ফুলে ওঠা (পেটভার)
    এটা আন্ত্রিক গ্যাসের খুব বেশি জমা হওয়া ছাড়াই পেটের একটা ভরভর্তি ভাবের অনুভূতি। লোকেরা অনেক সময়ই পৈটিক স্ফীতি (পেটভার) অনুভব করেন এবং সৃষ্ট গ্যাস ঢেঁকুর তোলা বা বাতকর্মের দ্বারা বার করতে সক্ষম হন না। (আরও পড়ুন – পেট ফুলে ওঠার জন্য ঘরোয়া টোটকা

ঢেঁকুর তোলা অথবা বাতকর্ম যেভাবে বারবার ঘটে সেটা দিনে 25 বারের বেশি চাগাড় দেয়। ঘুমের মধ্যে রাতের বেলায় এটা বাড়তে পারে।   

পেটে গ্যাস হওয়ার কারণ - Causes of Stomach Gas in Bengali

কারণসমূহ

আন্ত্রিক গ্যাসের (intestinal gas) প্রধান কারণ হল খাবার যা আমরা আমাদের কিছু অভ্যাসের সাথে খাই। কিছু খাবার অত্যধিক আন্ত্রিক গ্যাস সৃষ্টির দিকে নিয়ে যায়। এগুলো হচ্ছে:

  • ডাল
  • বিন
  • বাঁধাকপি, ফুলকপি, ব্রোকোলি, ব্রাসেল স্প্রাউটস-এর মত কপি জাতীয় শাকসবজি
  • দুগ্ধজাত দ্রব্য
  • ফ্রাক্টোজ-এর মত কার্বোহাইড্রেট অথবা সরবিটল-এর মত চিনির বিকল্পগুলো 
  • সোডা এবং বিয়ার-এর মত বায়ুভরা পানীয়
  • মদ
  • আলু এবং ভাতের মত শ্বেতসারজাতীয় খাবার
  • চুইং গাম এবং মিষ্টির অত্যধিক ব্যবহার
  • ধূমপান

কখনও কখনও অত্যধিক আন্ত্রিক গ্যাস নীচের ব্যাধিগুলোর ক্ষেত্রে একটা উপসর্গ হিসাবে উপস্থিত হয়।

  • প্যানক্রিয়াটাইটিস (অটোইমিউন টাইপ)  
    এটা প্যানক্রিয়াস-এর (অগ্ন্যাশয়) একটা প্রদাহ
  • জিইআরডি (GERD) (গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজঅর্ডার) 
    এমন একটা অবস্থা যেখানে পুনরাবৃত্তিমূলক বিপরীত প্রবাহ বা পাকস্থলীর খাবারগুলো খাদ্যনালীর মধ্যে উল্টোদিকে বেয়ে এসে অত্যধিক উদ্গার বা ঢেঁকুর তোলার কারণ ঘটায়।
  • ডায়াবেটিস
    দীর্ঘস্থায়ী উচ্চ রক্ত শর্করা বিলম্বিত মলত্যাগের কারণ সৃষ্টি করে (গ্যাস্ট্রোপেরিসিস হিসাবে পরিচিত) যা একটা পেটভরা থাকার অনুভূতি (স্ফীতি) আনে, পেটফাঁপা এবং গ্যাস উৎপাদন করে।  
  • আলসারেটিভ কোলাইটিস বা ক্রোন’জ ডিজিজ
    ক্রনিক (দীর্ঘস্থায়ী) প্রদাহমূলক ব্যাধি যা পরিপাক (হজম) নালীর স্ফীতি (ফোলা) সৃষ্টি করে এবং হজমে বাধা দেয় যা অন্যান্য উপসর্গ, যেমন পেট খারাপ, পেট ব্যথা, জ্বর, ওজন কমা এসবের সাথে আন্ত্রিক গ্যাসের অতি বেশি উৎপাদন ঘটায়। 
  • ইরিটেব্‌ল বাওয়েল সিনড্রোম
    কোষ্ঠকাঠিন্য (পায়খানা শক্ত হওয়া) বা পেট খারাপ, পেটফাঁপা, এবং খিঁচুনির মত উপসর্গগুলির দ্বারা একটা অবস্থা চিহ্নিত করে কোনরকম সনাক্তযোগ্য বা জানা কারণ ছাড়া। 
  • পেপটিক আলসার (পাকস্থলীর ক্ষত)   
    একটা অবস্থা যেখানে  পাকস্থলী বা অন্ত্রগুলিতে সুরক্ষামূলক পর্দার ক্ষতির কারণে খোলা ক্ষতের (আলসার) সৃষ্টি হয়।  
  • সিলিয়্যাক ডিজিজ
    একটা অটোইমিউন ব্যাধি যাতে গ্লুটেন বা গম-সংবলিত খাবারগুলি খাওয়া একটা প্রতিরোধ প্রতিক্রিয়ার কারণ হয় যা অন্ত্রের দেয়াল নষ্ট করতে শুরু করে। 

 

পেটে গ্যাস এর চিকিৎসা - Treatment of Stomach Gas in Bengali

আন্ত্রিক গ্যাসের উৎপাদন কমাবার জন্য কোনও নির্দিষ্ট চিকিৎসার পরিকল্পনা নেই; এটা সাধারণতঃ ঔপসর্গিক (উপসর্গমূলক) এবং সবচেয়ে প্রধান পদক্ষেপ হিসাবে খাদ্যগত কিছুটা পরিবর্তন সামিল করে।

প্রেসক্রিপশন ছাড়া ওষুধ পাওয়া যায় যেগুলি আন্ত্রিক গ্যাসের দ্বারা ঘটিত অস্বস্তি থেকে মুক্তি দেয়। যেসমস্ত ওষুধে কাঠকয়লা থাকে সেগুলি বাতকর্ম কমাতে সাহায্য করে। পেট থেকে বার হওয়া বায়ুর সালফাইড (গন্ধকমিশ্রিত) দুর্গন্ধ কমাতে বিসমুথ স্যালিসাইলেট (অম্লনাশক ওষুধ) সাহায্য করে। যেসমস্ত ব্যক্তি আইবিএস জনিত কারণে ভুগছেন তাঁরা খিঁচুনিরোধক ওষুধগুলি থেকে উপকার পেতে পারেন, যা অতিরিক্ত আন্ত্রিক গ্যাসের কারণে সৃষ্ট খিঁচুনির মত ব্যথা কমায়। বর্ধিত জীবাণুগত বাড় নিশ্চিত হওয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকস প্রয়োগ করা যেতে পারে।   

জীবনধারা সামলানো

আন্ত্রিক গ্যাসের অতি-উৎপাদন কমাতে সহজ ব্যবস্থা অবলম্বন করা যেতে পারে। খাদ্যতালিকায় কিছুটা বদল যেমন খাবারের পদ যেগুলি বর্ধিত গ্যাস উৎপাদনের কারণ ঘটায় সেগুলি এড়ানো হল জীবনধারায় বদল আনার প্রধান অবলম্বন। এগুলির মধ্যে আছে বাঁধাকপি জাতীয় সবজিগুলি, আপেলের মত তন্তু বা আঁশযুক্ত ফল, চিনি এবং চিনির বিকল্পগুলি, ধূমপান, এবং মদের মত পানীয়গুলি এড়িয়ে চলা। মানসিক চাপও হজম-সম্পর্কিত পীড়া ঘটায়, যা বর্ধিত আন্ত্রিক গ্যাস সৃষ্টির দিকে চালিত করতে পারে। সেজন্য, মানসিক চাপ সামলানো একটা অবশ্য কর্তব্য। নিয়মিত ব্যায়াম শরীরকে, বিশেষ করে পৈটিক পেশীগুলিকে, টানটান এবং হজমের নালীকে সক্রিয় রাখে।       



তথ্যসূত্র

  1. International Foundation for Gastrointestinal Disorders. [Internet]. IFFGD,U.S. Controlling Intestinal Gas.
  2. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Symptoms & Causes of Gas in the Digestive Tract.
  3. MSDmannual professional version [internet].Gas-Related Complaints. Merck Sharp & Dohme Corp. Merck & Co., Inc., Kenilworth, NJ, USA
  4. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Gas in the Digestive Tract
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Gas

পেটে গ্যাস জন্য ঔষধ

Medicines listed below are available for পেটে গ্যাস. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.