স্পাইন ফ্র্যাকচার (শিরদাঁড়ার হাড় ভাঙা) কি?

স্পাইন ফ্র্যাকচার (শিরদাঁড়ার হাড় ভাঙা) হলো মেরুদন্ডতে আঘাত লাগা। এটা প্রধানত পিঠের মাঝামাঝি এবং নিচের দিকে হয়। এটা দেখা গেছে যে প্রতি বছর 15-20 মিলিয়ন লোক স্পাইন ফ্র্যাকচারে (শিরদাঁড়ার হাড় ভাঙা) ভোগে।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলো কি কি?

ক্লিনিকাল প্রকাশের মধ্যে রয়েছে:

  • পিঠে ব্যথা
  • টিস টিস করা।
  • মেরুদন্ড সরে যাওয়া এবং পিঠের আকার বিকৃত হয়ে যাওয়া।
  • সোজা না হয়ে একদিকে ঝুঁকে যাওয়া।

কিছু রোগীর প্রচন্ড মানসিক আঘাতের ফলে মস্তিস্কে হানি পৌঁছাতে পারে এবং অজ্ঞান হয়ে যেতে পারে।

এর প্রধান কারণগুলো কি কি?

যানবাহনের দূর্ঘটনা এই স্পাইন ফ্র্যাকচার (শিরদাঁড়ার হাড় ভাঙা)র প্রধান কারণ। এটা দেখা গেছে যে মহিলাদের চেয়ে পুরুষরা আঘাতে বেশী আক্রান্ত হয়। অনেক উঁচু থেকে পড়ে গেলেও গুরুতর আঘাত লাগতে পারে। খেলাধুলা থেকেও মেরুদন্ডে আঘাত পৌঁছাতে পারে। কোনো অস্ত্র যেমন বন্দুকের দ্বারা আক্রমণে, মেরুদন্ডে আঘাত পৌঁছাতে পারে। কিছু ফ্র্যাকচার অস্টিওপোরোসিসের জন্যও হয়, যেটা বেশী দেখা যায় রজঃনিবৃত্তিতে পৌঁছেছেন এমন মহিলাদের মধ্যে। এটা নির্ভর করে অবস্থার প্রচন্ডতার উপর।

এটা কিভাবে নির্ণয় ও চিকিৎসা করা হয়?

আপনার সম্পূর্ণ ইতিহাস জানার পরে এবং সম্পূর্ণ শারীরিক পরীক্ষার পরে আপনার চিকিৎসক কিছু পরীক্ষা করতে বলতে পারেন নিউরোলজিকাল কার্যকারীতা লক্ষ করার জন্য। এই পরীক্ষাগুলো আঘাতের জায়গা এবং প্রকৃতি নির্ণয় করতে সাহায্য করে। ইমেজিং পদ্ধতি, যেমন কম্পুটেড টোমোগ্রাফি (সি টি) এবং ম্যাগনেটিক রেসোন্যান্স ইমেজিং (এম আর আই) একের বেশী জায়গা স্ক্যান করতে ব্যবহৃত হয়। নিউক্লিয়ার হাড়ের স্ক্যানিং করা হয় হাড়ের কার্যকারীতা লক্ষ করার জন্য।

চিকিৎসা সাধারণত নির্ভর করে আঘাতের প্রকৃতি এবং রকমের উপর।

যদি মেরুদন্ড সরে যায় বা স্নায়ুতে গুরুতর আঘাত পৌঁছায় তাহলে প্রধানত অস্ত্রোপচারই করা হয়। একের অধিক হাড় ভাঙলেও অস্ত্রোপচার করা হয়। এটা তাড়াতাড়ি সুস্থ্ হতে সাহায্য করে। ল্যামিনেক্টমি অন্য আরেকটা পদ্ধতি যাতে মেরুদন্ডের উপর অতিরিক্ত চাপ কম হয়। বিনা অস্ত্রোপচারের অন্তর্গত চিকিৎসা হলো

  • 2-3 মাসের জন্য ব্রেসেস ব্যবহার।
  • শারীরীক কাজকর্ম কম করা।
  • অস্বস্তি কম করতে, নড়াচড়ার উন্নতির জন্য এবং স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পূনর্বাসন দরকার।

স্পাইন ফ্র্যাকচার (শিরদাঁড়ার হাড় ভাঙা) একজন মানুষের স্বাভাবিক নড়াচড়াতে বাধা দেয়, এবং এর জন্য এর তৎক্ষনাৎ চিকিৎসা দরকার যাতে আরো জটিলতা এড়ানোর যায় এবং মেরুদন্ডের সুস্থতা ফিরিয়ে আনা যায়।

Dr. Pritish Singh

Orthopedics
12 Years of Experience

Dr. Vikas Patel

Orthopedics
6 Years of Experience

Dr. Navroze Kapil

Orthopedics
7 Years of Experience

Dr. Abhishek Chaturvedi

Orthopedics
5 Years of Experience

Read more...
Read on app