পেলভিক পেইন - Pelvic Pain in Bengali

Dr. Nadheer K M (AIIMS)MBBS

May 09, 2019

March 06, 2020

পেলভিক পেইন
পেলভিক পেইন

পেলভিকে ব্যাথা কি?

পেলভিক ব্যাথা নাভির নিচে অবস্থিত যে কোন পেলভিক অঙ্গের অসুখের ফলে যে যন্ত্রণা হয় তাকে নির্দেশ করে। মহিলাদের মধ্যে এটি, গর্ভাশয়, ডিম্বাশয়, ও টিউবের অসুখ হতে পারে এবং পুরুষদের মধ্যে প্রোস্টেট সমস্যার ফলে পেলভিক ব্যাথা হতে পারে। নারী পুরুষ উভয়ের মধ্যেই ব্যাথাটি মূত্রাশয়ের পথে সংক্রমণ, ও পেলভিকের হার ও পেশীর রোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে। যদিও, এটি মহিলাদের মধ্যেই বেশী হয়ে থাকে।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

প্রধানত পেটের নিচের অংশেই ব্যাথাটি হতে দেখা যায়। ব্যাথাটি ক্রমান্বয়ে স্বল্প থেকে তীব্রতর হতে পারে যা যাওয়া আসা করতে পারে (মাঝে মাঝে ব্যথা)। এটি সাধারণত নির্দিষ্ট বা সীমাবদ্ধ (স্থানীয়) অংশে হয়ে থাকে।  ব্যাথাটির কারণ তার প্রকৃতি বা তীব্রতার ওপর নির্ভর করে। ব্যাথাটি সঙ্গে প্রস্রাবের সময় জ্বালা, প্রস্রাবের সময় রক্তপাত, বমিভাব, ও বমি হতে পারে।

এর প্রধান কারণ কি কি?

নারী ও পুরুষ উভয়ের মধ্যে সাধারণত যে কারণ গুলি লক্ষ করা যায় সেগুলি হল কিডনিতে পাথর, কোলাইটিস বা বদহজম, পেলভিক পেশীর খিঁচুনি, মূত্রাশয়ের পথে সংক্রমণ, অসটিওপোরোসিস (মেনোপসের পর হাড়ের খনিজের ঘনত্ব কমে যায়) ও যৌন সংক্রামক রোগ।

মহিলাদের মধ্যে হওয়ার কারণ:

পুরুষদের মধ্যে হওয়ার কারণ:

নিতম্বের এলাকাতে যদি ব্যাথা হয় তাহলে তা সম্ভবত কোনও হাড়ের রোগ বা চির ধরার কারণে হতে পারে এবং এটির বিস্তারিত মূল্যায়ন প্রয়োজন। ডান পাশের ব্যাথা ওভারিয়ান সিষ্ট অথবা অ্যাপেনডিক্সে ফোলা ভাবের (অ্যাপেনডিসাইটিস) কারণে হওয়া যন্ত্রনা কে নির্দেশ করে।

কিভাবে এর নির্ণয় ও চিকিৎসা করা হয়?

পেলভিক ব্যাথার কারণ নির্ণয় করা কঠিন হতে পারে, তাই আপনার ডাক্তারের সবসময় প্রাথমিক লক্ষ্য হবে ভালো করে অতীত এবং বর্তমানের ইতিহাস গ্রহন করা। এটা তাদের সাহায্য করবে সঠিক ব্যাথার প্রকৃতি ও ব্যাথা সম্বন্ধীয় কারণ সম্পর্কে বুঝতে। আপনাকে ডাক্তার নির্দিষ্ট কিছু রক্ত পরীক্ষা ও মূত্র পরীক্ষার নির্দেশ দেবেন। এ ছারাও তিনি আপনার পেলভিক কাঠামো পর্যবেক্ষণের জন্য প্রয়োজন অনুসারে আলট্রাসোনগ্রাফি ও সিটি স্ক্যানের মতো পেলভিক স্ক্যানগুলি করতে বলতে পারেন। কারণগুলির উপর চিকিৎসা নির্ভর করে। তীব্র ও গুরুতর ব্যাথা নিয়ন্ত্রণ করার জন্য ব্যাথা উপশমকারী ওষুধ দিতে পারেন। পেশীতে টান ধরার ক্ষেত্রে পেশীর ক্ষেত্রে আরামদায়ক বা যন্ত্রণারোধক ওষুধগুলি প্রয়োগ করা হতে পারে । যদি কোন ক্ষত দেখা যায় সেক্ষেত্রে, অস্ত্রপচারের পরামর্শ দেওয়া হয়।

অঙ্গবিন্যাস রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে  নিজের ভালো যত্ন গ্রহণের প্রয়োজন হয় । অন্যান্য থেরাপির মধ্যে রয়েছে আকুপ্রেসার, ভিটামিন ইনজেকশন এবং যোগব্যয়াম। কিছু নিয়মিত পদ্ধতি অনুসরনের মাধ্যমে ভালো ও দ্রুত সুস্থ হওয়া সম্ভব।



তথ্যসূত্র

  1. Petros P.P. (2010) Chronic Pelvic Pain: A Different Perspective. In: Santoro G.A., Wieczorek A.P., Bartram C.I. (eds) Pelvic Floor Disorders. Springer, Milano
  2. Howard FM. The role of laparoscopy in chronic pelvic pain: promise and pitfalls. Obstet Gynecol Sum1993;48:357–387. PMID: 8327235
  3. Ling FW. Management of chronic pelvic pain. Obstet Gynecol Clin North Am. 1993;20:XI PMID:8115094
  4. Koninckx PR, Lesaffre E, Meuleman C, et al. Suggestive evidence that pelvic endometriosis is a progressive disease whereas deeply infiltrating endometriosis is associated with pelvic pain. Fertil Steril. 1991;55:759–765. PMID: 2010001
  5. Martin DC, Hubbert GD, VanderZwaag R, et al. Laparoscopic Treatment of Endometriosis. Fertil Steril 1989;51:63–67. Practical Manual of Operative Laparoscopy and Hysteroscopy
  6. National Institute of Child Health and Human development [internet]. US Department of Health and Human Services; Pelvic Pain.

পেলভিক পেইন জন্য ঔষধ

Medicines listed below are available for পেলভিক পেইন. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.