সারাংশ
হাম হচ্ছে একটি প্রবল সংক্রামক ব্যাধি যার কোপে সারা পৃথিবীতে সর্বাধিক শিশুর মৃত্যু হয়, যদিও 40 বছর ধরে হাম প্রতিরোধের নিরাপদ টিকা বাজারে চালু আছে। সংক্রমণের এক অথবা দুই সপ্তাহ পর হামের উপসর্গ দেখা যায় এবং এক সপ্তাহ বা তার বেশিদিন থাকে। উপসর্গের মধ্যে আছে কাশির সঙ্গে জ্বর, সর্দি এবং চোখ লাল হওয়া যা জ্বালা করা এবং আলো পড়লে অসহনীয় লাগা। মুখের মধ্যে কপলিক স্পট (চারপাশে লালচে-বাদামি সাদা ক্ষুদ্র স্পট) দেখা যায়, তার আগে মাথার ত্বকে গুটি বার হয়ে তা শরীরের নিম্নাঙ্গে ছড়িয়ে যায়। সরাসরি রোগীর সংস্পর্শে বা রোগীর থেকে সংক্রমিত বস্তুর মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে যায়।
এই অবস্থা থেকে নিরাময়ের কোনও ওষুধ নেই, এবং অধিকাংশ আক্রান্তের 7-10 দিনের মধ্যে উপশম হয়। জ্বর এবং কাশি জাতীয় উপসর্গ থেকে আরাম পাওয়ার ওষুধের পরামর্শ দেওয়া হয়। রোগের প্রতিরোধের জন্য সবচেয়ে নিরাপদ হল টিকাকরণ, শিশুদের প্রথম বর্ষের আগে বা অল্প পরেই প্রথম টিকা নেওয়া উচিত। রোগের হাত থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে টিকার দু’টি ডোজ নেওয়া জরুরি। এক বছরের কম বয়সের শিশু, কিশোর-কিশোরী, যাদের খাদ্যতালিকা অনুন্নত মানের এবং যে সব আক্রান্তের স্বাস্থ্যের উন্নতি হয়নি বা রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল নয় তাদের ক্ষেত্রে হাম থেকে জটিলতার সৃষ্টি হতে পারে।