সারাংশ
ম্যালেরিয়া হচ্ছে মশা বাহিত একটি সাধারণ ব্যাধি। পরিজীবী প্লাসমোডিয়াম-এর কারণে এটি ছড়ায়। মশা এই রোগ বহন করে থাকে। সারা বিশ্বে মানুষের মারণরোগের ক্ষেত্রে এটি অন্যতম প্রধান কারণ। মেয়ে মশা মানুষকে কামড়ালে এই পরজীবী মানুষের দেহে প্রবেশ করে এবং জ্বর, মাথাব্যাথা, বমির মত উপসর্গ দেখা যায়। উপযুক্ত সময়ে নির্ণীত হলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য ব্যাধি। নির্ণয় এবং চিকিৎসার দেরি হলে, সংক্রমণ চূড়ান্ত অবস্থায় পৌঁছলে জটিল পরিস্থিতি হতে পারে। ম্যালেরিয়াজনিত কারণে অধিকাংশ মৃত্যুর কারণ হল, সময়মত সঠিক রোগ নির্ণিত না হওয়া এবং উপযুক্ত চিকিৎসায় বিলম্ব হওয়া। 5 ধরনের প্লাসমোডিয়াম পরজীবী আছে যা থেকে ম্যালেরিয়ার সংক্রমণ হতে পারে। যে চার ধরনের ম্যালেরিয়া আছে তার মধ্যে প্রতি বছর 90% আক্রান্ত ব্যক্তি মৃত্যুর মুখে পড়েন প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম- পরজীবীর জন্য।