হাইভস - Hives in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 26, 2019

October 07, 2020

হাইভস
হাইভস

হাইভস কি?

হাইভস যাকে আর্টিকারিয়াও বলা হয়, সেটি হল একটি ত্বকের সমস্যা যেখানে লালচে রঙের ফোস্কা বা ফোলা অংশ ত্বকের উপরে দেখা যায়, অনেকটা ব্রণর মতো। সাধারণত এটা আলার্জি ঘটিত কারণে হয়, হাইভস অনেক রকম আকারের হয় এবং কয়েকদিন পর্যন্ত থাকতে পারে অথবা নিজে থেকেই সেরে যায়। গুরুতর প্রকারের হাইভস 6 সপ্তাহের কম সময়ের মধ্যে সেরে যায়। বেশীরভাগ হাইভসই কিছু দিনের মধ্যে সেরে যায়। যদিও, দীর্ঘস্থায়ী হাইভস 6 সপ্তাহের বেশি সময় ধরে থাকতে পারে যদি চিকিৎসা না করানো হয়।

এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলো কি কি?

  • হাইভসের মূল উপসর্গটি হল ত্বকে উত্থিত ফোলাভাব বা ফোস্কা।
  • এই ফোস্কাগুলো লাল, গোলাপি বা ত্বকের রঙের হয়।
  • ফোস্কার চারপাশে চুলকানি বা জ্বালাভাব অনুভব করা যায়।
  • হাইভসগুলি খুবই স্বতঃস্ফূর্ত ভাবে দেখা দেয় ও সেরেও যায় এবং আবার শরীরের অন্য জায়গায় দেখা দেয়।
  • ব্ল্যাঞ্চিংএর অর্থ হল সাদাভাব যেটা হাইভসের উপর চাপ দেওয়ার ফলে তাকে যে বর্ণের দেখায় তা বোঝাবার জন্য ব্যবহৃত হয়।

এর প্রধান কারণগুলো কি কি?

  • হাইভসের খুব সাধারণ কারণ হল অ্যালার্জি। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন বস্তুর প্রতি অ্যালার্জি  থাকে।
  • খাবার জিনিস যেমন মাছ, দুধ, চকোলেট, বাদাম, ঝিনুক, খোলাযুক্ত মাছ ইত্যাদি হাইভসের কারণ হতে পারে।
  • পোকার কামড় বা কোন নির্দিষ্ট ওষুধ যেমন সালফা ড্রাগসও আর্টিকারিয়ার কারণ হতে পারে।
  • শারীরিক প্রক্রিয়াগত রোগ যেমন হেপাটাইটিস এবং ম্যালিগন্যান্সিও দীর্ঘস্থায়ী হাইভসের কারণ হতে পারে।
  • রোদ, ঠাণ্ডা, গরম ইত্যাদিতে বেশিক্ষণ থাকলে শরীরে হাইভস হতে পারে।

এটি কিভাবে নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা কি?

হাইভসের জন্য কোন নির্দিষ্ট নির্ণায়ক পরীক্ষা নেই। আপনার উপসর্গের ওপর নির্ভর করে, ডাক্তার আপনাকে আপনার সাম্প্রতিক অভ্যাস, খাদ্যগ্রহণ আর কিসে আপনার অ্যালার্জি আছে ইত্যাদির বিষয়ে জিজ্ঞেস করবেন। অ্যালার্জির কারণটি নিশ্চিত হতে কিছুটা সময় লাগতে পারে। যদি সংক্রমনের ব্যাপারে সন্দেহ হয়, তাহলে রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়। হাইভসের অ্যালার্জির ধরণটি জানতে, ডাক্তার আইজিই রক্ত পরীক্ষা করার নির্দেশ দিতে পারেন।

একবার অ্যালার্জির কারণ নিশ্চিত হয়ে গেলে, হাইভসের চিকিৎসা করা হয় কারণটিকে আপনার খাদ্যতালিকা থেকে নিষ্কাশিত করে বা তার সংস্পর্শ থেকে দূরে থেকে। ওষুধ যেমন অ্যান্টি-হিস্টামাইনস খুব কার্যকারী উপসর্গগুলি থেকে রেহাই পাওয়ার জন্য। খুবই মারাত্মক পরিস্থিতিতে, অ্যাড্রানালিন ইনজেকশন দেওয়া হয় হাইভস সারানোর জন্য। যদি হাইভস অন্য কোন রোগের সাথে জড়িয়ে যায় বা অন্য কোন সংক্রমণের সাথে জড়িয়ে থাকে, তাহলে তা রোগ ঠিক হয়ে যাওয়ার সাথে সাথেই সেরে যায়।



তথ্যসূত্র

  1. Singleton R, Halverstam CP. Diagnosis and management of cold urticaria.. Cutis. 2016 Jan;97(1):59-62. PMID: 26919357
  2. The New England Journal of Medicine. [Internet]. Massachusetts Medical Society. Chronic Urticaria and Angioedema.
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Hives.
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Hives.
  5. S J Deacock. An approach to the patient with urticaria. Clin Exp Immunol. 2008 Aug; 153(2): 151–161. PMID: 18713139

হাইভস জন্য ঔষধ

Medicines listed below are available for হাইভস. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.