হেপাটাইটিস সি - Hepatitis C in Bengali

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

April 26, 2019

January 05, 2021

হেপাটাইটিস সি
হেপাটাইটিস সি

হেপাটাইটিস-সি কি?

হেপাটাইটিস-সি ভাইরাস (এইচসিভি)-র কারণে হওয়া লিভারের প্রদাহকে হেপাটাইটিস-সি বলে। প্রাথমিকভাবে এই সংক্রমণ সঞ্চারিত হয় রক্ত মাধ্যমে। এই রোগটি তীব্র সংক্রমণ হিসাবে বৃদ্ধি পায় এবং পরে দীর্ঘস্থায়ী রূপ নেয় 80 শতাংশ আক্রান্তদের ক্ষেত্রে। তীব্র সংক্রমণ সর্বাধিক 6 মাস অবধি স্থায়ী হয় এবং কোনও চিকিৎসা ছাড়াই সেরা ওঠা সম্ভব। অন্যদিকে, দীর্ঘস্থায়ী সংক্রমণ দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয় এবং তার থেকে সিরোসিস এবং কার্সিনোমা (ক্যান্সার) হতে পারে

জেনোটাইপের ভিত্তিতে, 1 থেকে 6 এইচসিভি’কে 6 ধরণের শ্রেণিতে শ্রেণিবদ্ধ করা হয়েছে। ভারতে সাধারণত সবচেয়ে বেশি জেনোটাইপ 3 ধরা পড়ে এবং তারপরেই রয়েছে জেনোটাইপ 1। উপযুক্ত চিকিৎসা প্রদানের জন্যে জেনোটাইপ সনাক্তকরণ খুব জরুরি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা - হু’র মতে, বিশ্বব্যাপী 1.6 শতাংশের প্রতিকূলে ভারতীয় উপমহাদেশে এইচসিভি’র প্রাদুর্ভাব 0.5 - 1 শতাংশ এবং জনসংখ্যার জন্য বিপদ হিসেবে চিহ্নিত।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

একিউট ফেজ বা তীব্র দশা

উপসর্গগুলি ফুটে উঠতে সাধারণত 2 সপ্তাহ থেকে 6 মাস সময় লাগে। 80 শতাংশ সংক্ৰমিত ব্যক্তির ক্ষেত্রে উপসর্গ দেখা না দিলেও, তারা কিন্তু অনুভব করতে পারেন:

ক্রনিক ফেজ বা দীর্ঘস্থায়ী দশা

পরবর্তী পর্যায়ে রয়েছে:

  • তলপেটে তরল জমা হওয়া এবং তার সঙ্গে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ
  • মল অথবা বমিতে রক্তপাত
  • কালো মল
  • শ্বাসকষ্ট
  • গাঁটে ব্যথা

এর প্রধান কারণ কি?

এইচসিভি প্রধানত নিম্নলিখিত উপায়ে রক্ত প্রবাহের দ্বারা প্রেরিত হয়:

  • ছুঁচ এবং ব্যক্তিগত সামগ্রী ভাগাভাগি করে ব্যবহার, যেমন মাদক ব্যবহারকারীরা রেজার ভাগাভাগি করে
  • হাসপাতালে সংক্রমিত ছুঁচ এবং সিরিঞ্জ ব্যবহার
  • চিকিৎসা সরঞ্জামের অনুপযুক্ত নির্বীজন
  • দূষিত রক্ত দিয়ে রক্ত পরিব্য়প্তি বা ব্লাড ট্রান্সফিউশন

সংক্রমণের অন্যান্য মাধ্যম:

  • যৌন উপায়ে
  • মায়ের থেকে সন্তানের

দূষিত খাদ্য ও জল এবং গৃহস্থালি সামগ্রীর মিলেমিশে ব্যবহারের মাধ্যমে সংক্রমণ ছড়ায় না

কিভাবে নির্ণয় ও চিকিৎসা হয়?

যদি আপনি উল্লেখিত উপসর্গগুলি উপলব্ধি করে থাকেন, তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং তিনি যকৃতের এনজাইমের মাত্রা চিহ্নিত করার জন্য রক্ত পরীক্ষার পাশাপাশি ভাইরাস সনাক্ত করার জন্য এইচসিভি অ্যান্টিবডি (অ্যান্টি-এইচসিভি) এবং এইচসিভি রাইবোনিউক্লিক অ্যাসিড (এইচসিভি আরএনএ) পরীক্ষা টেস্ট করাতে বলতে পারেন। এই পরীক্ষার মাধ্যমে ভাইরাস এক সপ্তাহের মধ্যে সনাক্ত করা সম্ভব।

লিভারের ক্ষতির পরিমাণ সনাক্ত করতে লিভারের বায়োপ্সি করা হয়। থেরাপি শুরু হওয়ার আগে এইচসিভি জেনোটাইপ পরীক্ষাও করা হয়।

হেপাটাইটিস-সি সংক্রমণের চিকিৎসায় ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরালস হলো সবথেকে নতুন ওষুধ, এতে চিকিৎসা করতে 3 মাস সময় লাগে। ভারতে নতুন ধরণের এজেন্টের অকার্যকর প্রকৃতির কারণে, প্রচলিত থেরাপিই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়।

বর্তমানে এই সংক্রমণ প্রতিরোধের জন্য কোনওরকম টীকা উপলব্ধ নয়, কিন্তু ভাইরাসে সংক্রমিত হওয়া কমানো গেলে (সংক্রমিত ব্যক্তির সঙ্গে ছুঁচ ও সিরিঞ্জ ভাগভাগি করে ব্যবহার, ব্লাড ট্রান্সফিউশন এবং যৌন সম্পর্ক এড়িয়ে চলা) এই রোগের প্রাদুর্ভাব অনেকটা কমানো সম্ভব।

আপনার ডাক্তার ওষুধ নেওয়ার যে নির্দেশ দিয়েছেন, তা যথাযথভাবে পালন করলে সংক্রমণ থেকে মুক্তি পেতে সহায়তা করবে এবং আপনার জীবনের মান উন্নত হবে।



তথ্যসূত্র

  1. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Hepatitis C
  2. European Association. Natural history of hepatitis C. November 2014Volume 61, Issue 1, Supplement, Pages S58–S68
  3. Prasanta K Bhattacharya, Aakash Roy. Management of Hepatitis C in the Indian Context: An Update. Department of General Medicine, North Eastern Indira Gandhi Regional Institute of Health & Medical Sciences, Shillong, India
  4. Sandeep Satsangia, Yogesh K. Chawla. Viral hepatitis: Indian scenario. Med J Armed Forces India. 2016 Jul; 72(3): 204–210. PMID: 27546957
  5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Hepatitis C Questions and Answers for the Public