হেপাটাইটিস কি?
হেপাটাইটিস শরীরের সবচাইতে বড় অঙ্গ যকৃতের প্রদাহ। যকৃৎ একটি অত্যাবশ্যক অঙ্গ যা খাদ্য হজম, শক্তি সঞ্চয় এবং শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে। তীব্র হেপাটাইটিস 6 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে আর দীর্ঘমেয়াদী হেপাটাইটিস সারা জীবন ধরে ভোগাতে পারে। বিভিন্ন প্রকারের হেপাটাইটিস দেখা যায়:
- হেপাটাইটিস এ
- হেপাটাইটিস বি
- হেপাটাইটিস সি
- অ্যালকোহলের হেপাটাইটিস
- অটোইমিউন হেপাটাইটিস
এর প্রধান লক্ষন ও উপসর্গগুলি কি কি?
হেপাটাইটিসের অন্তর্গত প্রধান উপসর্গগুলি হলো:
- পেশীতে ব্যথা
- গাঁটে ব্যথা (আরও পড়ুন: জয়েন্ট পেইন ট্রিটমেন্ট)
- জ্বর
- মাথাব্যথা
- দীর্ঘকালীন ক্লান্তি
- জন্ডিস
- হতাশা
- অসুস্থ বোধ এবং আলস্য
- খিদে কমে যাওয়া
- বারবার পেটে ব্যথা
- বমি ভাব
এর প্রধান কারনগুলি কি কি?
হেপাটাইটিস জেনেটিক থেকে শুরু করে ভাইরাল সংক্রমণ, নানা কারণে হতে পারে।
- হেপাটাইটিস এ, বি, সি, ডি, বা ই ভাইরাস সহ ভাইরাল সংক্রমণ
- মদ্যপান
- জিনগত বা পরিবেশগত কারণে হওয়া অটোইমিউন অসুখ
- মেটাবোলিক অসুখ, যেমন যকৃতে অতিরিক্ত চর্বি জমার জন্য নন-অ্যালকোহলিক স্টিটোহেপাটাইটিস
- ব্যথা উপশমকারী এবং জ্বরের করানোর ওষুধ অত্যাধিক পরিমাণে নেওয়া
এটি কিভাবে নির্ণয় ও চিকিৎসা করা হয়?
রক্তপরীক্ষা ও যকৃতের বায়োপসি (যকৃৎ থেকে টিসুর নমুনা নিয়ে বিশ্লেষণ) করে হেপাটাইটিস নির্ণয় করা হয়। রক্তে অ্যান্টিবডির উপস্থিতি সনাক্ত করতে অন্যান্য পরীক্ষাও করা হতে পারে। হেপাটাইটিসের প্রত্যেকটি ধরনের জন্য জন্য নির্দিষ্ট রক্ত পরীক্ষা রয়েছে।
তীব্র হেপাটাইটিস বেশিরভাগ ক্ষেত্রে বিশ্রাম ও ওষুধে ঠিক হয়ে যায়। মদ্যপান ও ফ্যাট জাতীয় খাবার থেকে দূরে থাকলে উপসর্গগুলি দ্রুত সেরে যায়। প্রচণ্ড বাড়াবাড়ির ক্ষেত্রে, যকৃৎ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় লিভার সিরোসিস অথবা লিভার ফেইলিওর-এর সমস্যায় দেখা দেয়, তখন যকৃৎ প্রতিস্থাপন বা লিভার ট্রান্সপ্লান্টের দরকার পড়তে পারে।
মনে রাখা দরকার, ভাইরাল হেপাটাইটিস বি, সি অসুখ আক্রান্ত শরীর থেকে বের হওয়া সংক্রমিত তরল থেকে ছড়াতে পারে। সেজন্য, আক্রান্ত ব্য়ক্তির ব্যবহৃত জিনিস (টুথব্রাশ, রেজর, ইত্যাদি) এড়িয়ে চলুন। যৌন সম্পর্ক (স্ত্রী যোনির তরল অথবা পুরুষের বীর্য)-এর মাধ্যমেও এই ভাইরাস সঞ্চারিত হতে পারে, এবং সেজন্য সংক্রমণ আটকাতে কন্ডোম ব্যবহার করা আবশ্যক।
হেপাটাইটিস বি’র টীকা সহজলভ্য এবং আমাদের দেশে প্রতিটি নবজাতককে হেপাটাইটিস বি-এর টীকা দেওয়া আবশ্যক। হেপাটাইটিস এ’র টীকাকরণও আবশ্যক।