সারাংশ
প্রায়ই আমরা ‘বুকজ্বালা’কে হৃদযন্ত্রের ব্যাধি বা সমস্যা সম্পর্কিত বলে ধরে নিই। কিন্তু বুকজ্বালা, যা চিকিৎসার পরিভাষায় ‘পাইরোসিস’ নামে পরিচিত, আদতে (খাদ্যনালী) ইসোফেগাস-এর ব্যাধি। এটি কোনও অসুস্থতা নয়, কিন্তু খাদ্যনালীর (ইসোফেগাস) কার্যপ্রণালীর অন্যতম প্রধান অস্বাভাবিকতার উপসর্গ এবং যার ফলে পাচনতন্ত্রের (গ্যাস্ট্রোইনটেস্টিনাল) সমস্যা দেখা যায়। বুকজ্বালা হচ্ছে GERD-এর (গ্যাস্ট্রো-ইসোগেগিয়াল রিফ্লাক্স ডিজিজ) সবচেয়ে সাধারণ উপসর্গ। এটি হলে বুকের কাছে পুড়ে যাওয়ার জ্বালার মত অনুভূতি হয়। সাধারণত এটিকে অম্লতা বা অতিরিক্ত অম্লতা বলে চিহ্নিত করা হয়। এর চিকিৎসার মধ্যে আছে ওষুধের সঙ্গে জীবনশৈলী এবং খাদ্যতালিকার পরিবর্তন।