শিশুদের থাইরয়েড সমস্যা কি?

বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে থাইরয়েডের সমস্যাটা খুবই বিরল, যদিও এটা সম্পূর্ণভাবে বিরল নয়। এর উপসর্গ ও বৈশিষ্ট্যগুলি বয়স্ক ও শিশুদের মধ্যে মূলত একই, যদিও কিছু বিশেষ পার্থক্য দেখা যেতে পারে। থাইরয়েডিজম (থাইরয়েডের অসুখ), থাইরয়েড গ্রন্থির নিষ্ক্রিয়তার (হাইপোথাইরয়েডিজম) অথবা একটির অধিক সক্রিয়তার কারণে (হাইপারথাইরয়েডিজম) হয়। উপসর্গ এবং এর চিকিৎসা, থাইরয়েডের সমস্যার ধরনের উপর নির্ভর করে।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

যখন শিশুরা ও কিশোররা থাইরয়েডের সমস্যায় ভোগে তখন সেখানে দুটো প্রধান অবস্থা দেখতে পাওয়া যায়। প্রত্যেকটির লক্ষণ ও উপসর্গগুলির সুন্দরভাবে পার্থক্য দেওয়া হল:

  • হাসিমোতো'স থাইরয়েডিটিস: এই অবস্থায়, পরিস্কার দেখা যায় যে বৃদ্ধির হার কমে যায়, এবং সাধারণত এর সাথে গলায় ফোলাভাব হয়, বৈশিষ্ট্যসূচক এই অবস্থাকে গয়টার বা গলগণ্ড বলা হয়। ত্বকের শুষ্ক ভাব এবং চুলকানি, ফোলা ও ওজন বৃদ্ধি, ঠান্ডা লাগা, শক্তি কমে যাওয়া, মনোযোগ দিতে অসমর্থতা ও কোষ্ঠকাঠিন্যও হল এর কিছু লক্ষণ।
  • গ্রেভ'স অসুখ: হঠাৎ কর্মশক্তির বৃদ্ধি এবং অতিরিক্ত সক্রিয়তা, মনোযোগের সমস্যা, ভীতুভাব, দ্রুততর হারে বৃদ্ধি, ব্যবহার ও ঘুমের সমস্যা, অতিরিক্ত পাল্স রেট, ওজন কমে যাওয়া, পেশীর দুর্বলতা এবং ডায়রিয়া হল এই রোগের কিছু চরিত্রগত উপসর্গ।

এর প্রধান কারণগুলো কি কি?

যেহেতু থাইরয়েডিজমের দুটো প্রধান বিষয় হল থাইরয়েড গ্রন্থির নিষ্ক্রিয়তা ও অধিক সক্রিয়তা, তাই থাইরয়েডের কারণে অবস্থাগুলিতে ভুগতে হয়।

  • হাসিমোতো'স থাইরয়েডিটিস হয় যখন রোগ প্রতিরোধ ক্ষমতা থাইরয়েড গ্রন্থির থাইরয়েড হরমোনের তৈরী হওয়াকে আটকে দেয়। এটা শরীরকে প্রভাবিত করতে অনেক লম্বা সময় নেয়, এই অবস্থার ফলে যতক্ষণ না উপসর্গগুলো বেশি করে প্রকট হয় ততক্ষণ এটি নির্ণয় করা যায় না।
  • গ্রেভ'স অসুখ হল একটা অটোইমিউন অবস্থা, যেখানে যেস্থানে অ্যান্টিবডিস তৈরী হয় তারা থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত উত্তেজনা ঘটায়, ফলে অত্যধিক থাইরয়েড হরমোন প্রস্তুত হয়।

এটি কিভাবে নির্ণয় ও চিকিৎসা করা হয়?

থাইরয়েড সমস্যার সাথে জড়িত যে কোনো কারণের জন্য, রোগ নির্ণয়ের প্রাথমিক ধাপ হল থাইরয়েড হরমোন এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাত্রা নির্ণয় করতে রক্তের নমুনা সংগ্রহ করা। এছাড়াও উপসর্গগুলির উপস্থিতি ও অবস্থাটির বৈধতার উপস্থিতি নির্ণয় করতে রোগীর শারীরিক পরীক্ষার সাথে স্ক্রিনিংও সাহায্য করে।

প্রতিটি অবস্থার জন্য চিকিৎসা আলাদা হয়।

  • হাসিমোতো'স থাইরয়েডিটিস: জীবনভর হরমোনের পরিবর্তন করা হয়। থাইরয়েডের কার্যকরী মাত্রার উপর ডোজ পরিবর্তিত হয়, সেই কারণে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে থাকতে পারে।
  • গ্রেভ'স অসুখ: অ্যান্টিথাইরয়েড ওষুধ তৎক্ষণাৎ শুরু করা হয়, এবং যতক্ষণ পর্যন্ত অবস্থার উন্নতি না হয় ততক্ষণ ওষুধ চালাতে হয়। কিছু গুরুতর ক্ষেত্রে, অস্ত্রোপচারগত অপসারণের শেষ সাহায্য নেওয়া হতে পারে। থাইরয়েডের মাত্রা ও উপসর্গগুলো চিকিৎসার মাধ্যমে নিয়মিত লক্ষ্য রাখা হয়।

Dr Shivraj Singh

Pediatrics
13 Years of Experience

Dr. Abhishek Kothari

Pediatrics
9 Years of Experience

Dr. Varshil Shah

Pediatrics
3 Years of Experience

Dr. Amol chavan

Pediatrics
10 Years of Experience

Read more...
Read on app