ছানি (ক্যাটারাক্ট) - Cataract in Bengali

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

November 29, 2018

July 31, 2020

ছানি
ছানি

ক্যাটারাক্ট বা ছানি কি?

সবার চোখেই লেন্স থাকে আর এই লেন্স জিনিসটিই আমাদের কোনও কিছু দেখতে সাহায্য করে। ব্যাপারটি চশমা ব্যবহার করা অথবা ক্যামেরায় লেন্স ব্যবহার করার মতো, আমরা কতটা স্বচ্ছতার সঙ্গে দেখতে পাচ্ছি তা আমাদের চোখের লেন্সের স্বচ্ছতার ওপর নির্ভর করে। ক্যাটাব়্যাক্ট বা ছানি হলো এমন একটি অসুখ, যেখানে আমাদের চোখের লেন্স ঘোলাটে হয়ে ওঠে ফলে স্বাভাবিক দৃষ্টি বাধাপ্রাপ্ত হয়। সাধারণত, বয়ষ্কদের ক্ষেত্রেই আমরা এই সমস্যা হতে দেখি, কিন্তু এটি অল্প বয়সেও দেখা দিতে পারে। ছানি হলে ঠিক মতো দেখা যায় না, আর এর ফলে গাড়ি চালানো, যে কোনও জিনিস পড়া এবং কোনও জিনিস খুঁটিয়ে দেখার মতো দৈনন্দিন কাজকর্মে ভীষণ সমস্যা হয়।

ছানির প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

প্রাথমিক অবস্থায় ছানি হয়েছে কিনা তা বুঝে ওঠা খুব কঠিন। ছানি পড়া অসুখটি যতদিন যায় বাড়ে কিন্তু এত ধীর গতিতে হয় যে দৃষ্টি শক্তিতে পরিবর্তন এলে তা আমরা বুঝতে পারি না। অনেক ক্ষেত্রেই ছানি পড়া ব্যপারটি বার্ধক্যের লক্ষণ। এই অসুখের লক্ষণগুলি যখন ফুটে ওঠে, তখনই একে ছানি পড়া বা ক্যাটারাক্ট বলে। চোখে ছানি পড়ার উপসর্গ গুলি হল:

  • আবছা এবং ঘোলাটে দৃষ্টি
  • রাতে দেখতে অসুবিধা হওয়া
  • পরিষ্কারভাবে পড়া ও দেখার জন্য বড়ো হরফের লেখা ও বেশি মাত্রার আলোর প্রয়োজন
  • রঙিন জিনিসে উজ্জ্বলতা প্রত্যক্ষ না করতে পারা
  • সূর্যের আলো ও ও তার তীব্রতায় অসুবিধা হওয়া
  • একই জিনিস একসঙ্গে দুটি দেখা বা ডবল ভিশন
  • উজ্জ্বল বস্তুর চারপাশে চক্র বা বর্ণবলয় দেখা
  • প্রেসক্রিপশন ও চশমার নম্বর ঘন ঘন বদলানো

ছানি পড়ার প্রধান কারণ কি কি?

ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার জন্য যে কারণগুলি দায়ী:

  • বয়স বাড়া
  • চোখের লেন্স যে টিস্যু বা কলাগুলির দ্বারা তৈরি হয় তাতে পরিবর্তন আসা
  • জিনগত অসুখ
  • ডায়াবেটিস বা মধুমেহ রোগের মতো অন্যান্য অসুখ
  • আগে যদি চোখে অস্ত্রোপচার, সংক্রমণ ইত্যাদি কোনও সমস্যা হয়ে থাকে
  • দীর্ঘদিন ধরে স্টেরোয়েডের ব্যবহার

ক্যাটারাক্ট বা চোখে ছানি কিভাবে নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা কি?

চক্ষু পরীক্ষা, চিকিৎসাজনিত রোগীর পূর্বেকার ডাক্তারি ইতিহাসের মাধ্যমে প্রাথমিক ভাবে এই অসুখের ব্যাপারে ডাক্তার নিশ্চয়তায় আসেন ও তারপর যে পরীক্ষাগুলি করেন:

  • কোনও পাঠ্যবস্তু ঠিক মতো পড়তে পারছে কিনা তা দেখার জন্য ভিশন টেস্ট বা দৃষ্টি পরীক্ষা
  • চোখের লেন্স, কর্নিয়া বা চোখের তারার আবরণ, আইরিশ এবং তাদের মধ্যে সঠিক দূরত্ব রয়েছে কিনা তা নির্ধারণ করার জন্য স্লিট ল্যাম্প পরীক্ষার সাহায্য নেওয়া হয়
  • ছানি হয়েছে কিনা জানার জন্য রেটিনা বা অক্ষিপটের পরীক্ষা

চোখের ডাক্তারের পরামর্শ অনুযায়ী চশমার ব্যবহার করেও যদি সুরাহা না হয়, তাহলে ছানি থেকে মুক্তি পাওয়া ও দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য অস্ত্রোপচার করানো প্রয়োজন। ছানি অপারেশনে সাফল্য পাওয়া প্রমাণিত এবং তা নিরাপদ, আর এই অস্ত্রোপচারের পদ্ধতি এখন যেভাবে উন্নত হয়েছে তাতে তাড়াতাড়ি হয়ে যায় এবং সমস্যাও হয় না। চোখে ছানি পড়া স্বাভাবিক লেন্স বদলে কৃত্রিম লেন্স বসিয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে সেটাই চোখে স্বাভাবিক লেন্সের কাজ করে। যে কৃত্রিম লেন্স বসানো হয় দৃষ্টিশক্তি ঠিক করার জন্য তা চশমার প্রয়োজনও দূর করে। ছানি বা ক্যাটার‍্যাক্ট অপারেশনের পর ছোখের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।



তথ্যসূত্র

  1. American Optometric Association. Cataract. Lindbergh Boulevard,United States; [Internet]
  2. National Eye Institute. Facts About Cataract. U.S. National Institutes of Health[Internet]
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Cataract
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Cataract
  5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Common Eye Disorders

ছানি (ক্যাটারাক্ট) জন্য ঔষধ

Medicines listed below are available for ছানি (ক্যাটারাক্ট). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.