সারাংশ
নিঃশ্বাসের দুর্গন্ধের বৈশিষ্ঠ হচ্ছে নিঃশ্বাস ফেলার সময় মুখ থেকে দুর্গন্ধ বার হওয়া। ডাক্তারি পরিভাষা একে বলা হয় হ্যালিটসিস অথবা ওড়াল ম্যালোডর। শরীরের বা মুখের দুর্গন্ধকে যুগ্মভাবে হ্যালিটসিস বলা হয়। কিন্তু ওড়াল ম্যালোডর হচ্ছে শুধু মুখের দুর্গন্ধ। গবেষণা করে দেখা গিয়েছে যে পৃথিবীর অনেক দেশেই অনেকের মুখে দুর্গন্ধ আছে। এটাকে সাধারণত উপেক্ষা করা হয়, কিন্তু যাদের মুখে দুর্গন্ধ আছে তারা উল্লেখযোগ্য ভাবে মানসিক এবং সামাজিক সমস্যার সম্মুখীন হন। মুখের দুর্গন্ধের সব চেয়ে সাধারণ কারণ হচ্ছে জিঞ্জিভাল'এর মতন মাইক্রো-অর্গ্যানিজমগুলি যেগুলি মাড়ি ও জিভে একটা আস্তরণ তৈরি করে। ভাল খবর হচ্ছে এই যে মুখের স্বাস্থ্য সঠিক ভাবে বজায় রাখলে এবং ডাক্তারবাবুর দেওয়া ওষুধে ওড়াল ম্যালোডর সম্পূর্ণ সেরে যায়।
আপনি কি জানেন?
মুখের ক্রনিক দুর্গন্ধ একটি গুরুতর সমস্যা যা বিশ্বের জনসংখ্যার প্রায় 25% মানুষকে প্রভাবিত করে। পুরুষ ও মহিলা উভয়েরই সমান অনুপাতে মুখের দুর্গন্ধ হয়, কিন্তু মহিলারা আগে ডাক্তারবাবুর সাহায্য নিয়ে চিকিৎসা শুরু করেন। ডাক্তারবাবুরা দাবী করেন যে খুব সামান্য চিকিৎসাতেই মুখের দুর্গন্ধের নিরাময় হয়। অবশ্য, অন্য রোগের কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। কাজেই এই সমস্যাকে অবহেলা করবেন না। দয়া করে ডাক্তারবাবুর পরামর্শ নিন। যদি মুখের দুর্গন্ধ 15 দিনের বেশি থাকে, তাহলে ভাল হয় যদি ডেন্টিস্ট'এর বা ই-এন-টি বিশেষজ্ঞ'র পরামর্শ নেন।