সারাংশ
ধাতু রোগে পুরুষদের (অনিচ্ছাকৃত) বীর্যপাত হয় অর্থাৎ, কোনো যৌন কার্যকলাপ ব্যতিতই বীর্য-স্রাব হয়। ধাতু রোগের কয়েকটি কারণ হল আবেগের ভারসাম্যহীনতা এবং মদ্যপান। কিছু পুরুষ ঘুমের সময় বীর্যপাত থেকে ভুগতে থাকেন। পুরুষদের ঘন ঘন ধাতু রোগের কারণে শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে। মনে করা হয় যে শরীরে অতিরিক্ত শুক্রাণুর তৈরি হওয়ার ফলে ধাতু রোগ হয়। তবে এ বিষয়ে কোনো অকাট্য গবেষণা পাওয়া যাচ্ছে না। পুরুষদের প্রায়শই কিশোর বয়সে এই রোগ দেখা দেয় কারণ এই বয়সে হরমোনের মাত্রা বেড়ে গিয়ে বীর্যের উৎপাদন বৃদ্ধির পায়। ধাতু রোগে বীর্যপাতের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত বীর্য বের হয়ে যায়।