ধাতু রোগ - Dhat Syndrome in Bengali

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

December 12, 2018

September 08, 2020

ধাতু রোগ
ধাতু রোগ

সারাংশ

ধাতু রোগে পুরুষদের (অনিচ্ছাকৃত) বীর্যপাত হয় অর্থাৎ, কোনো যৌন কার্যকলাপ ব্যতিতই বীর্য-স্রাব হয়। ধাতু রোগের কয়েকটি কারণ হল আবেগের ভারসাম্যহীনতা এবং মদ্যপান। কিছু পুরুষ ঘুমের সময় বীর্যপাত থেকে ভুগতে থাকেন। পুরুষদের ঘন ঘন ধাতু রোগের কারণে শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে। মনে করা হয় যে শরীরে অতিরিক্ত শুক্রাণুর তৈরি হওয়ার ফলে ধাতু রোগ হয়। তবে এ বিষয়ে কোনো অকাট্য গবেষণা পাওয়া যাচ্ছে না। পুরুষদের প্রায়শই কিশোর বয়সে এই রোগ দেখা দেয় কারণ এই বয়সে হরমোনের মাত্রা বেড়ে গিয়ে বীর্যের উৎপাদন বৃদ্ধির পায়। ধাতু রোগে বীর্যপাতের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত বীর্য বের হয়ে যায়।

ধাতু রোগ কি - What is Dhat Syndrome in Bengali

ধাতু রোগে পুরুষাঙ্গ দৃঢ় না হওয়া সত্যেও অনিচ্ছাকৃত ভাবে বীর্যপাত হয় (কোনও যৌন কার্যকলাপ ব্যতীতই)। যদি কোন যৌন স্বপ্ন দেখার পর রাতে ঘুমের মধ্যে বীর্যপাত হয়, তাহলে বলা হয় যে সে একটি ভেজা স্বপ্ন দেখেছে। ধাতু রোগের এই স্রাবে শুক্রাণু থাকে যা অন্য নিঃসরণের থেকে একে আলাদা করে দেয়। শুক্রাণু হল বীর্যের সেই উপাদান, যা মহিলাদের ডিমকে ফার্টিলাইজ করে তাকে গর্ভবতী করে।

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas T-Boost Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like low sperm count, muscle weakness, and low testosterone, with excellent results.
Testosterone Booster
₹499  ₹799  37% OFF
BUY NOW

ধাতু রোগ এর উপসর্গ - Symptoms of Dhat Syndrome in Bengali

ধাতু রোগে সাধারণভাবে দেখা লক্ষণগুলি নিম্নরূপ:

ধাতু রোগ এর প্রতিরোধ - Prevention of Dhat Syndrome in Bengali

ধাতু রোগ প্রতিরোধের কোন সঠিক উপায় নেই। কিন্তু আপনি যোগ ব্যায়ামের মাধ্যমে আপনার শুক্রাণুর কার্যকারিতা এবং মান উন্নত করতে পারেন এবং বীর্যপাতের উপর আপনার নিয়ন্ত্রণ বৃদ্ধি করতে পারেন। আয়ুর্বেদিক চিকিৎসকের দ্বারা প্রস্তাবিত ভেষজ ওষুধ এবং গৃহ চিকিৎসা ধাতু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে। এর মধ্যে কয়েকটি নিচের অংশে উল্লেখ করা হয়েছে। 

ধাতু রোগ এর চিকিৎসা - Treatment of Dhat Syndrome in Bengali

রাত্রিকালীন ধাতু রোগের চিকিৎসার প্রয়োজন নেই। 20 বছর বয়সের পরে এই রোগ নিজে থেকেই নিরাময় হয়ে যায়। যৌন সঙ্গম বা হস্তমৈথুন কম করলে রাত্রিকালীন বীর্যপাত ঘন ঘন হয়। ধাতু রোগের কারণের উপর নির্ভর করে ধ্যান করবার পরামর্শ দেওয়া হয়। ভেষজ ওষুধও ধাতু রোগে সাহায্য করে।

ধাতু রোগ নিয়ন্ত্রণে কিছু খাদ্য সাহায্য করে, যেমন আনারস, কুল এবং মাটির নিচে হওয়া সবজি যেমন আদা এবং পিঁয়াজ।

ধাতু রোগের জন্য ভেষজ ওষুধ:

  • সারা রাত ভিজিয়ে রাখা এলমণ্ড বাদামের সাথে এক গ্লাস দুধ।
  • দুই তিনটি জাফরান’এর সাথে এক গ্লাস গরম দুধ।
  • তিন থেকে চারটি রসুনের কোয়া রোজ চিবিয়ে খেতে হবে।
  • ভেষজ অনুমোদিত বিধি: অশ্বগন্ধা, বালা এবং বিদার এবং ছাগলের গরম দুধ (ছাগলের দুধ গরুর দুধের চেয়ে বেশি প্রভাবশালী, কিন্তু ছাগলের দুধ না পাওয়া গেলে গরুর দুধ চলবে)।
  • প্রত্যেক দিন এক কাপ গরম জলে অর্ধেক টেবিল চামচ পূর্ণ এস্পারাগাস।
  • প্রত্যেক দিন সকালে দুধের সাথে এক টেবিল চামচ পূর্ণ লাজবন্তী গুড়ো।

জীবনধারার পরিবর্তন

নিজের যত্নের টিপসগুলির একটি তালিকা নিচে দেওয়া আছে যা আপনাকে ধাতু রোগ নিয়ন্ত্রণ করতে সহায়তা করতে পারে:

  • হালকা সান্ধ্যভোজন করুন।
  • রাত্রে শক্ত গদিতে ঘুমানোর চেষ্টা করুন।
  • ঘুমানোর সময়ে আঁট অন্তর্বাস বা বস্ত্র পড়বেন না।
  • পুষ্টিকর এবং সুষম খাদ্য ভোজন করুন যাতে থাকবে প্রচুর কাঁচা এবং তাজা সবজি এবং ফল।
  • মদ্যপান কমিয়ে দিন।
  • ঘড়িতে এলার্ম দিয়ে সকালে তাড়াতাড়ি বিছানা ছাডুন, কারণ ধাতু রোগ সাধারণত শেষ রাতে হয়।
  • যৌনাঙ্গের জায়গা পরিষ্কার রাখুন।
  • কোষ্ঠকাঠিন্য থাকলে ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ নিন।
  • কেগেল ব্যায়াম করলে পেলভিকের মেঝের পেশী শক্তিশালী হয় এবং এতে ধাতু রোগ নিয়ন্ত্রিত হয়। আপনার পেলভিকের মেঝের পেশী (যে পেশী আপনার আপনার মূত্রাশয়, অন্ত্র, এবং প্রস্রাবের নালীকে ধরে রাখে) পাঁচ সেকেন্ডের জন্য সংকোচন করুন তারপর পাঁচ সেকেন্ডের জন্য শিথিল করুন। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এই ব্যায়াম 10 বার করুন। ব্যায়াম করার সময় যদি অসুবিধা বোধ করেন, তাহলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে আবার চেষ্টা করুন।
  • মশলাদার খাবার পরিত্যাগ করুন।
  • ঠাণ্ডা হলে স্নান করুন।
  • ঘুমানোর আগে প্রস্রাব করে নিন।
  • রাতে ঘুমানোর আগে জল খাবেন না।
  • বই পড়ার এবং ভাল গান শোনার অভ্যাস করুন তাহলে আপনার মনের পরিবর্তন হবে এবং আপনার মন ব্যস্ত থাকবে।।
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹495  ₹799  38% OFF
BUY NOW


তথ্যসূত্র

  1. Science Direct (Elsevier) [Internet]; Spermatorrhea
  2. Killick SR, Leary C, Trussell J, Guthrie KA. Sperm content of pre-ejaculatory fluid. Hum Fertil (Camb). 2011 Mar;14(1):48-52. PMID: 21155689.
  3. Ege C Serefoglu ,Theodore R Saitz. New insights on premature ejaculation: a review of definition, classification, prevalence and treatment. Asian J Androl. 2012 Nov; 14(6): 822–829.PMID: 23064688
  4. Aida Saihi MacFarland, Mohammed Al-Maashani, Qassim Al Busaidi, Aziz Al-Naamani, May El-Bouri, and Samir Al-Adawi. Culture-Specific Pathogenicity of Dhat (Semen Loss) Syndrome in an Arab/Islamic Society, Oman. Oman Med J. 2017 May; 32(3): 251–255.PMID: 28584609.
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Erectile Dysfunction

ধাতু রোগ জন্য ঔষধ

Medicines listed below are available for ধাতু রোগ. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for ধাতু রোগ

Number of tests are available for ধাতু রোগ. We have listed commonly prescribed tests below: