দাদ - Ringworm in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

February 09, 2019

May 01, 2023

দাদ
দাদ

সারাংশ

দাদ চামড়া্র একটি সাধারণ সংক্রমণ যা শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যেই দেখা যায়। ডারমাটোফাইট নামক একটি ফাঙ্গাস'এর সংক্রমণে দাদ হয়। ডাক্তারি পরিভাষায় একে টিনিয়া বলা হয়। মানুষ এবং পশু উভয়েরই দাদ হতে পারে। চামড়ার যে অংশ সাধারণত উষ্ণ এবং আর্দ্র থাকে সেখানেই দাদের সংক্রমণ হয়, যেমন পায়ের পাতার চামড়ার ভাজে, কুঁচকিতে, মাথার তালুতে, আঙুলে, ইত্যাদি। চামড়ার যে জায়গায় সংক্রমণ হয় সেই জায়গার নামানুসারে দাদের নামকরণ করা হয়। উদাহরণ স্বরূপ টিনিয়া ক্রুরিস হয় কুঁচকিতে, টিনিয়া ক্যাপিটিস হয় মাথার তালুতে, টিনিয়া উঙ্গুইয়াম হয় পায়ের নখে, টিনিয়া পেডিস (অ্যাথলেটস ফুট) হয় পায়ে আর হাতে হলে তার নাম হয় টিনিয়া মানূম। শরীরের যে কোন জায়গায় ফাঙ্গাসের সংক্রমণ হলে তাকে সাধারণত টিনিয়া কর্পোরিস বলা হয়।

দাদের চেহারা হল একটি গোলাকার পরিষ্কার জায়গা যাকে ঘিরে আছে রিংএর মত ফুসকুড়ি। রিং'এর বাইরের দিকটা উঁচু, লাল রঙের এবং খসখসে। দাদে তীব্র চুলকানি হয়। ইংরাজিতে দাদকে রিং-ওয়ার্ম বলা হয় কারণ এর বৈশিষ্ঠমূলক গোলাকৃতির ফুসকুড়ি জন্য। একজন সংক্রামিত মানুষ থেকে পশু বা পোষ্যর দাদের সংক্রমণ খুব সহজেই হয়। যে মাটিতে বা পৃষ্ঠতলে ফাঙ্গি আছে, সেখান থেকেও সংক্রমণ হতে পারে। যে সমস্ত মানুষের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা খুব দুর্বল, যেমন যাদের এইচ-আই-ভি, মধুমেহ (ডায়াবেটিস) এবং ক্যান্সার আছে, সাধারণত তাদেরও দাদের সংক্রমণ হয়। সংক্রমিত জায়গা চোখে দেখে এবং অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে চিকিৎসকরা দাদ রোগের নির্ণয় করেন। অল্প সংক্রমণ হলে সাধারণত এন্টি-ফাঙ্গাল মলম এবং অন্যান্য লোশান লাগালেই সেরে যায়। আর সংক্রমণ যদি বেশি হয় তাহলে এন্টি-ফাঙ্গাল ওষুধ খেতে হবে। অধিকন্তু, পরিষ্কার পরিছন্ন থাকলে, চামড়া পরিষ্কার থাকলে দাদের প্রতিরোধ করা যায়।

দাদ এর উপসর্গ - Symptoms of Ringworm in Bengali

একটি সাধারণ দাদের ক্ষত একটি ত্বকের ফুসকুড়ি, যা গোলাকৃতি একটি রিংএর মত দেখতে। ক্ষতের চারদিক উঁচু, লাল রঙের এবং খসখসে হয়। ক্ষতের মাঝখানটা পরিষ্কার গোলাকার এবং সেখানে কোন সংক্রমণ থাকে না। সংক্রমিত জায়গায় তীব্র চুলকানি হয়। চিকিৎসা না করলে ক্ষতের আকার বড় হয়ে যায় এবং তা ছড়িয়ে পড়ে। ত্বকের ফুসকুড়ি ছাড়াও চামড়ার বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন লক্ষণ এবং উপসর্গ দেখা যায়, যা নিচে লিপিবদ্ধ হল:

শরীরের যে কোন স্থানে টিনিয়া কর্পোরিস বা দাদ

  • একটি গোলাকার ক্ষত যার চারদিকের সীমানা উঁচু এবং মাঝে একটি গোলাকার অঞ্চল।
  • ক্ষতের রঙ লাল, গোলাপি, ধূসর বা খয়েরী হতে পারে।
  • অনেকগুলি গোলাকার ক্ষত এক হয়ে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়তে পারে।
  • অনেক সময় ক্ষতের চারপাশে পুঁজ ভর্তি ফোঁড়া হতে পারে।

টিনিয়া ক্রুরিস অথবা কুঁচকিতে দাদ (জক ইচ)

  • সংক্রমণের প্রাথমিক পর্যায়ে কুঁচকির কাছে ফোল এবং লালচে ভাব থাকে।
  • ক্রমশ ক্ষত আয়তনে বাড়তে থাকে এবং থাইয়ের ভিতর দিকে, কোমরে এবং নিতম্বে ছড়িয়ে পড়ে।
  • প্রভাবিত জায়গা খসখসে হয়ে যায়, এতে ফাটল দেখা যায় এবং খোসা হয়ে ঝরে পড়ে।
  • সংক্রমিত গোলাকার ক্ষতের সীমানাটি উঁচু হয় এবং এখানে পুঁজ ভর্তি ফোঁড়া থাকে।
  • এই সংক্রমণে প্রায়ই তীব্র চুলকানি হয়।.

টিনিয়া পেডিস বা পায়ের পাতায় দাদ (এথলেটস ফুট)

  • পায়ের পাতার চামড়া এবং পায়ের আঙুলের মাঝের চামড়া শুখিয়ে যায় এবং সহজেই খোসা হয়ে ঝড়ে পড়ে।
  • চামড়া ফেটে যায় এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়।
  • সংক্রমণ পায়ের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে, ক্ষত এবং পুঁজ ভর্তি ফোঁড়া হয়, সাথে বেদনা এবং তীব্র চুলকানি হয়।
  • পায়ের আঙুলের মাঝের চামড়া সাদা, নরম এবং স্পঞ্জের মতন হয়ে যায়।
  • তীব্র সংক্রমণের জন্য পায়ের চামড়া থেকে, বিশেষত আঙুলের মাঝের চামড়া থেকে দুর্গন্ধ বার হতে থাকে।

টিনিয়া উঙ্গুইয়াম অথবা নখে দাদ

  • এক বা একাধিক আঙুল প্রভাবিত হতে পারে।
  • সংক্রমণের প্রাথমিক পর্যায়ে নখের গোঁড়ার দিক ফোলা এবং লালচে রঙের হতে পারে।
  • নখের রঙ বদলে কালো, হলুদ অথবা সবুজ হতে পারে।
  • সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে নখ মোটা এবং ভঙ্গুর হয়ে যাবে এবং আঙুল থেকে খুলে পড়তে পারে।
  • যাদের এথলেটস ফুট আছে সাধারণ ভাবে এই রোগ তাদেরই বেশি হয়।

টিনিয়া ক্যাপিটিস অথবা মাথার তালুতে দাদ

  • তালুতে খড়ি ওঠে।
  • চুল পড়ে গিয়ে টাক দেখা যায়।
  • টাকে কালো ছোপ দেখা যায়।
  • প্রভাবিত জায়গাটি প্রদাহের জন্য লাল হয়ে ফুলে যায়।
  • তালুতে সাধারণত খুব চুলকনি হয়।

টিনিয়া বারবেই অথবা দাড়িতে দাদ

  • দাড়ি আর গোঁফের নিচে, ঘন লোমের আড়ালে দাদ হয়।
  • চামড়া লাল হয়ে ফুলে যায় এবং বৈশিষ্ঠমূলক স্বচ্ছ তরল নির্গত হয়।
  • প্রভাবিত জায়গায় পুঁজ-যুক্ত ফোঁড়াও হতে পারে।
  • গ্রন্থিকোষের ক্ষতি হওয়াতে লোম ঝরে পড়ে।
  • প্রভাবিত এলাকায় তীব্র চুলকানি হয়।

টিনিয়া মানূম অথবা হাতে দাদ

  • হাতের তালু খুব শুষ্ক হয়ে ফেটে যায়।
  • সাধারণত হাতের পিছন দিকে গোলাকার সংক্রমণ হয়।

টেনিয়া ফেসিই অথবা মুখে দাদ

  • দাড়ির এলাকা বাদ দিয়ে মুখের চামড়ার অন্যান্য এলাকা লাল হয়ে যায়।
  • মুখের চামড়ায় জ্বালা ও চুলকানি হয়, বিশেষত সূর্যের আলো লাগলে।
  • সংক্রামিত এলাকায় গোলাকার ক্ষত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে।

দাদ এর চিকিৎসা - Treatment of Ringworm in Bengali

দাদের চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে যাতে রোগ আর ছড়াতে না পারে এবং আর কখনও না হতে পারে। প্রভাবিত স্থান এবং তীব্রতার উপরে চিকিৎসা নির্ভর করবে। এন্টিফাঙ্গাল ওষুধগুলি ফাঙ্গাসের বৃদ্ধি রোধ করে এবং রোগ সম্পূর্ণ নিরাময়ে সাহায্য করে।

প্রভাবিত স্থানে লাগানোর এন্টিফাঙ্গাল ওষুধ

অধিকাংশ ক্ষেত্রে এন্টিফাঙ্গাল ক্রিম, পাউডার, স্প্রে বা মলম লাগালে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সংক্রমণের নিরাময় হয়। পা এবং কুঁচকির দাদের চিকিৎসার সাধারণ এন্টিফাঙ্গাল ক্রিম, পাউডার বা মলমগুলি হল:

  • ক্লোট্রিমাজোল
  • মিকোনাজোল
  • টারবিনাফিন
  • কেটোকোনাজোল

নখের দাদের চিকিৎসার জন্য সিক্লোপিরক্স নামক এন্টি-ফাঙ্গাল ওষুধ মিশ্রিত নখের ভার্নিশ লাগানো হয়।

খাওয়ার জন্য এন্টি-ফাঙ্গাল ওষুধ

যখন দাদের সংক্রমণ দেহের অনেক জায়গায় ছড়িয়ে পড়ে তখন এন্টি-ফাঙ্গাল ওষুধ খেতে দেওয়া হয়। মাথার তালুতে দাদের সংক্রমণ এন্টি-ফাঙ্গাল ক্রিম বা পাউডারে নিরাময় হয় না। 1 থেকে 3 মাস যে ওষুধগুলি খেলে তবে সংক্রমণ সারে, সেগুলি হল:

  • গ্রিসেয়োফালভিন।
  • টারবিনাফিন।
  • ইট্রাকোনাজোল।
  • ফ্লুকোনাজোন।

মাথার তালুর দাদের চিকিৎসার জন্য ওষুধ খাওয়ার সাথে সাথে সেলেনিয়াম সালফাইড এবং কেটোকোনাজোল মিশ্রিত এন্টি-ফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করতে হবে।

জীবনধারার ব্যবস্থাপনা

চিকিৎসার পদ্ধতিগুলি ছাড়াও নিজের জীবনধারার পরিবর্তন করেও দাদ নিয়ন্ত্রণ সম্ভব। স্বাস্থ্যকর অভ্যাসগুলি বজায় রাখলে এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চললে শরীরের অন্যান্য অংশে অথবা অন্যদের দেহে দাদের সংক্রমণ এড়ানো যায়।

  • সংক্রমিত স্থান স্পর্শ করার পর সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নিন, যাতে সংক্রমণ দেহের অন্যত্র না ছড়ায়।
  • সংক্রামিত স্থান পরিষ্কার রাখতে বারে বারে ধুয়ে নিন।
  • এথলেট'স ফুট হলে সংক্রামিত জায়গা শুষ্ক রাখতে মোজা বা জুতো পড়বেন না, কারণ উষ্ণতা এবং আর্দ্রতা ফাঙ্গাসের বৃদ্ধির সহায়ক। খালি পায়ে আর্দ্র ঘরে প্রবেশ করবেন না, যেমন লকার রুম বা জনসাধারণের স্নান ঘর। এই সব জায়গায় চটি পড়ে প্রবেশ করবেন যাতে সংক্রমণ অন্যদের মধ্যে না ছড়ায়।
  • পরিষ্কার এবং শুষ্ক কাপড় (বিশেষত সূতির কাপড়) এবং অন্তর্বাস পড়বেন।
  • আপনার ব্যক্তিগত ব্যবহারের জিনিস-পত্র অন্যদের ব্যবহার করতে দেবেন না।
  • নিয়মিত ব্যায়াম করুন এবং স্বাস্থ্য সম্মত ওজন বজায় রাখুন।
Skin Infection Tablet
₹719  ₹799  10% OFF
BUY NOW


তথ্যসূত্র

  1. BARRY L. HAINER. Dermatophyte Infections. Am Fam Physician. 2003 Jan 1;67(1):101-109. [Internet] American Academy of Family Physicians
  2. P Ganeshkumar, M Hemamalini, A Lakshmanan, R Madhavan, S Raam Mohan. Epidemiological and clinical pattern of dermatomycoses in rural India.. Indian Journal of Medical Microbiology, Vol. 33, No. 5, 2015, pp. 134-136.
  3. American Academy of Dermatology. Rosemont (IL), US; Ringworm
  4. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Ringworm and other fungal infections
  5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Sources of Infection
  6. Chen X, Jiang X, Yang M, González U, Lin X, Hua X, Xue S, Zhang M, Bennett C. Systemic antifungal therapy for tinea capitis in children. Cochrane Database of Systematic Reviews 2016, Issue 5. PMID: 27169520
  7. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Ringworm Risk & Prevention
  8. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Ringworm Information for Healthcare Professionals
  9. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Treatment for Ringworm
  10. National Health Service [Internet]. UK; Ringworm.

দাদ জন্য ঔষধ

Medicines listed below are available for দাদ. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.