ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস কি?
পালমোনারি ফাইব্রোসিস হলো ফুসফুসের একধরণের বিরল রোগ যার ফলে ফুসফুসের কোষ সমূহে ক্ষত দেখা দেয় এবং মোটা হয়ে যায়। এই ক্ষত গুলিকে বলা হয় ফাইব্রোসিস। প্রায়ই এই রোগটির কারণ অজানা থাকে, তাই, এটি কে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস (আইপিএফ) বলে। এটি একটি গুরুতর রোগ যা মধ্যবয়সী বা বৃদ্ধ ব্যক্তিদের আক্রমণ করে। এটির ফলে শ্বাসযন্ত্র কাজ করা বন্ধ করে দিতে পারে, ফুসফুসে উচ্চ রক্তচাপ, হার্টের কাজ না করা, পালমোনারি এম্বোলিজম (ফুসফুসে যে ধমনী যাচ্ছে তার মধ্যে রক্ত জমাট বেঁধে যাওয়া), এবং ফুসফুসে ক্যান্সার হতে পারে।
এটির প্রধান লক্ষণ এবং উপসর্গ গুলি কি?
নিচে লেখা উপসর্গ গুলি আইপিএফ এর সাথে জড়িত-
- কফ ছাড়া কাশি।
- হাঁফ ধরে যাওয়া।
- ফুসফুসে এক ধরণের আওয়াজ হওয়া।
- আঙুলের মাথা বিকৃত হওয়া।
- পেশীতে ব্যাথা এবং গাঁটে ব্যাথা।
- খাওয়ার ইচ্ছা কমে যাওয়া।
- অস্বাভাবিক ভাবে ওজন কমে যাওয়া।
- বুকে ব্যথা বা চাপ অনুভব করা।
- অবসাদ বা ক্লান্তি অনুভব করা।
এটির প্রধান কারণ কি?
ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস হওয়ার কারণ এখনো অজানা কিন্তু নির্দিষ্ট কিছু পরিবেশগত কারণ এবং দূষণ পালমোনারি ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। ধূমপান, ধাতুর ধুলো, লোহার ধুলো, পাথরের ধুলো, সিলিকা, খড়ের ধুলো, মৌল্ড স্পোর (এক ধরণের ফাঙ্গাস) বা কৃষি বস্তুগুলি একজন ব্যক্তির মধ্যে পালমোনারি ফাইব্রোসিস গড়ে উঠতে সাহায্য করে। বেশিরভাগ পুরুষরাই এর দ্বারা আক্রান্ত হয় এবং এটি ৫০ বছরের বেশি বয়সের মানুষের মধ্যে বেশি হয়।
প্রায় ২০% লোক যাদের আইপিএফ হয়েছে তাদের অন্য কোনো পরিবারের সদস্যেরও ফুসফুসের রোগ নির্ণয় করা হয়েছে। যদি পরিবারে একজনের বেশি সদস্যের এরকম অবস্থা থাকে তাহলে এটিকে ফ্যামিলিয়াল পালমোনারি ফাইব্রোসিস বলে।
আইপিএফ এ আক্রান্ত 75% মানুষের গ্যাস্ট্রোয়েসফেজাল রিফ্লাক্স রোগ (জিইআরডি) রয়েছে।
এটি কিভাবে নির্ণয় করা হয় এবং চিকিৎসা করা হয়?
যেহেতু উপসর্গ গুলি হাঁপানি, ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি রোগ (সিওপিডি) এবং কঞ্জেস্টিভ হার্ট ফেলিওর এর সাথে মিলে যায় তাই পাল্মনোলোজিস্ট, রেডিওডোলজিস্ট, এবং প্যাথোলজিস্টদের নানা পদ্ধতির মাধ্যমে রোগ নির্ণয় করা প্রয়োজন। আপনার ডাক্তার আপনার চিকিৎসার ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং এক্স-রে রিপোর্ট, হাই রিসোলিউশন কম্পিউটেড টোমোগ্রাফি (সিটি), ফুসফুসের পরীক্ষা, পালস অক্সিমেট্রি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস পরীক্ষা, যক্ষার জন্য ত্বকের পরীক্ষা, ব্যায়াম পরীক্ষা, এবং ফুসফুসের বায়োপসির দ্বারা রোগ নির্ণয় করবে।
আপনার ডাক্তার আপনার এই অবস্থার চিকিৎসা ওষুধ, অক্সিজেন থেরাপি, ফুসফুসের পুনর্বাসন, এবং ফুসফুসের প্রতিস্থাপন দ্বারা করতে পারেন। কিছু অতিরিক্ত ওষুধ নির্ধারণ করা হয় হাঁফ ধরে যাওয়ার এবং কাশির চিকিৎসার জন্য। গ্যাস্ট্রোয়েসফেজাল রিফ্লাক্স রোগের (জিইআরডি) জন্য এন্টাসিড থেরাপিও করা হয়।