ম্যাগনেসিয়ামের অভাব কি?

ম্যাগনেসিয়ামের অভাব হল আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের মাত্রা স্বাভাবিকের তুলনায় হ্রাস পাওয়া, যার ফলে হাইপোম্যাগনেসেমিয়া হয় । ম্যাগনেসিয়াম একটি অত্যাবশ্যক খনিজ উপাদান, আমাদের শরীরে অবস্থিত প্রায় সমস্ত রকম টিস্যু বা শরীরকলা গঠনের জন্য ম্যাগনেসিয়ামের দরকার, বিশেষ করে আমাদের স্নায়ুতন্ত্র গঠনে। যে সমস্ত মহিলাদের মেনোপজ হয়ে গেছে তাঁদের দেহে অস্টিওপোরোসিসের সঙ্গে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দেওয়া খুবই সাধারণ ব্যাপার।

এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?

হাইপারটেনশন (উচ্চ-রক্তচাপ), হাঁপানি, করোনারি হৃদরোগ, গ্লুকোজ বা শর্করার হোমিওস্টেসিস (ভারসাম্য) পরিবর্তিত হওয়া, অস্টিওপোরোসিস (হাড়ের খনিজ উপাদানজনিত অসুখ যার ফলে হাড় ভঙ্গুর ও দুর্বল হয়ে পড়ে), দীর্ঘস্থায়ী অবসাদজনিত সমস্যা, এবং মাইগ্রেনের ফলে মাথাযন্ত্রণার সমস্যার সঙ্গেও ম্যাগনেসিয়ামের অভাব ব্যাপারটির যোগ রয়েছে।

এর প্রধান কারণগুলি কি কি?

ম্যাগনেসিয়ামের অভাব সাধারণত ভুল খাদ্যাভাসের কারণে হয় না। বিশেষত, শরীরের অন্যান্য সমস্যার কারণে ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেয়।

শরীরে ম্যাগনেসিয়ামের অভাবের কারণগুলি হল:

  • সমস্যাটি প্রায়শই টাইপ II ডায়াবেটিস বা মধুমেহ রোগ এবং শরীরের পাচকতন্ত্রে প্রদাহজনিত সমস্যা যেমন ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস অর্থাৎ কোলনে আলসার বা ঘা, কোয়েলিয়াক ডিজিজ, শর্ট বাওল সিন্ড্রোম অর্থাৎ ক্ষুদ্রান্তে সমস্যার কারণে পেট খারাপ ও হুইপল ডিজিজের মতো নানান সমস্যার কারণে হয়।
  • হরমোনজনিত রোগ এবং মূত্রাশয়ের (কিডনি জনিত) রোগ।
  • অতিরিক্ত মদ্যপান করা।
  • গ্যাস্ট্রোইনটেস্টাইনাল আলসার বা পাচননালীর ঘা এবং রিফ্লাক্স ডিজিজ বা পাকস্থলীর নালীর যন্ত্রণা উপশমে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবহার।
  • কেমোথেরাপেটিক ওষুধ, ডাইরেটিকস এবং কিছু অ্যান্টিবায়োটিকের সেবনের কারণে হয়।

কিভাবে এই রোগ নির্ণয় করা হয় ও এর চিকিৎসা কি?

চিকিৎসাজনিত ইতিহাস পর্যালোচনা এবং শারীরিক পরীক্ষার পাশাপাশি ডাক্তার রোগীর রক্ত পরীক্ষা করেন ম্যাগনেসিয়ামের মাত্রা জানতে।

রক্তে ম্যাগনেসিয়ামের স্বাভাবিক মাত্রা হলো 1.3 থেকে 2.1 মিলিইকুইভ্যালেন্টস/লিটার (0.65 থেকে 1.05 মিলিমোলস/লিটার)।

রোগ নির্ণয়ের অন্যান্য যেসব পরীক্ষার প্রয়োজন পড়ে:

  • ইউরিন ম্যাগনেসিয়াম টেস্ট বা মুত্রে ম্যাগনেসিয়ামের মাত্রা জানার জন্য পরীক্ষা।
  • কম্প্রিহেনসিভ মেটাবলিক প্যানেল (ইলেক্ট্রোলাইটের পরীক্ষা, এছাড়া, কিডনি ও লিভার ঠিকমতো কাজ করছে কি না তার পরীক্ষা, পাশাপাশি রক্তে শর্করা বা গ্লুকোজ ও বিভিন্ন অ্যাসিডের মাত্রার ভারসাম্য ঠিক আছে কি না তা পরীক্ষা করে দেখা হয়।)।
  • রোগীর উপসর্গের উপর ভিত্তি করে, ডাক্তার ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) করানোর পরামর্শও দিতে পারেন।

ম্যাগনেসিয়াম অভাবের চিকিৎসাগুলি হল:

  • ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট বা সম্পূরক সেবন।
  • ম্যাগনেসিয়াম সম্পূরক সরাসরি শিরার মাধ্যমে রক্তে প্রবেশ করানো।
  • প্রতিদিন অন্তত পক্ষে 600 মিলিগ্রাম ম্যাগনেসিয়ামযুক্ত খাদ্য গ্রহণ করা ঘাটতি মেটানোর জন্য।
  • শিরায় তরল প্রবেশ করানো (ইঞ্জেকশনের মাধ্যমে)।
  • উপসর্গ প্রশমনে ওষুধ প্রয়োগ।
  • সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যদি এই রোগের কোনও অন্তর্নিহিত কারণ থাকে তাহলে সেটি নির্ণয় ও তার চিকিৎসা করা।

Dr. Narayanan N K

Endocrinology
16 Years of Experience

Dr. Tanmay Bharani

Endocrinology
15 Years of Experience

Dr. Sunil Kumar Mishra

Endocrinology
23 Years of Experience

Dr. Parjeet Kaur

Endocrinology
19 Years of Experience

Medicines listed below are available for ম্যাগনেসিয়ামের অভাব. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

OTC Medicine NamePack SizePrice (Rs.)
Myofest Tablet (10)10 Tablet in 1 Strip306.0
Mucaine Gel Mint350 ml Liquid in 1 Bottle216.9
Tricaine Mps Gel Cardamom Sugar Free200 ml Gel in 1 Bottle173.14
Mucaine Gel Orange200 ml Syrup in 1 Bottle210.02
Mucaine Oral Gel Mint Sugar Free350 ml Gel in 1 Bottle238.6
Nocram Tablet141.55
Pan Mps Oral Suspension Mint Sugar Free200 ml Syrup in 1 Bottle98.8
NVM M12 OD Tablet10 Tablet in 1 Strip85.5
Pan Mps O Oral Suspension Sugar Free200 ml Syrup in 1 Bottle146.3
M Laz Cream30 gm Cream in 1 Tube427.5
Read more...
Read on app