প্রস্রাবে রক্ত যাওয়া - Blood in Urine in Bengali

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

February 08, 2019

August 24, 2020

প্রস্রাবে রক্ত যাওয়া
প্রস্রাবে রক্ত যাওয়া

সারাংশ

প্রস্রাব রক্তের উপস্থিতি একটি বিপজ্জনক উপসর্গ। প্রস্রাবে রক্ত থাকলে প্রায়শই অন্যান্য উপসর্গও সাথে থাকে, যেমন প্রস্রাবের সময় বেদনা, জ্বর, বমি বমি ভাব এবং বমি হওয়া। যার প্রস্রাবে রক্তের উপস্থিতি পাওয়া গিয়েছে বলে অভিযোগ, সেই ব্যক্তির পুঙ্খানুপুঙ্খ ক্লিনিকাল মূল্যায়ন করা উচিত যাতে রক্ত থাকার আসল কারণ জানা যায়। সঠিক কারণ জানার জন্য রক্ত ​​এবং প্রস্রাবের নির্দিষ্ট পরীক্ষা প্রয়োজন। অধিকন্তু, সঠিক কারণ নির্ণয়ের জন্য এক্স-রে বা পেট এবং পেলেভিক অঞ্চলের আলট্রাসোনোগ্রাফীর প্রয়োজনও হতে পারে। প্রস্রাবের রক্তের কারণ মূত্রনালীর সাধারণ হালকা সংক্রমণ (ইউ-টি-আই) থেকে কিডনিতে পাথর বা জটিল রোগ যেমন ক্যান্সার হতে পারে। কিছু মানুষের জন্য অল্প সময়ের এন্টিবায়োটিকের একটি কোর্স আরোগ্য আনতে পারে, আবার কারুর ক্ষেত্রে আস্ত্রোপচার দরকার হতে পারে। ফলাফল সাধারণত খুবই ভাল হয় এবং সামান্য কিছু ক্ষেত্রে জটিলতার সৃষ্ঠি হতে পাড়ে।

প্রস্রাবে রক্ত যাওয়া কি - What is Blood in Urine in Bengali

প্রস্রাবে রক্তের উপস্থিতিকে ডাক্তারি পরিভাষায় হিমাট্যুরিয়া বলা হয়। এর সাথে অন্য উপসর্গ থাকতেও পারে, নাও পারে। এটা অল্প সময়ের জন্য হতে পারে, কিম্বা দীর্ঘ স্থায়ীও হতে পারে; আবার একটি বিচ্ছিন্ন বৈশিষ্ট্য ঘটনাও হতে পারে। কখনও কখনও হিমাট্যুরিয়ার সাথে প্রস্রাবে প্রোটিনও থাকতে পারে (প্রোটিনিউরিয়া)।

এটা ইঙ্গিত দেয় যে ইউরিনারি বা জেনিটোইউরিনারি ব্যবস্থায় আরও অন্য কোনও একটি সমস্যা রয়েছে যার ফলে রক্ত আসছে। বেশির ভাগ ক্ষেত্রেই প্রস্রাবে রক্ত সাধারণত ক্ষতিকারক নয়, কিন্তু কখনও কখনও এটি একটি গুরুতর রোগের বিপদজনক উপসর্গ। বিভিন্ন রোগের কারণে প্রস্রাবে রক্ত আসতে পারে, যেমন ইউ-টি-আই এবং কিডনি'র পাথর। অবশ্য, প্রস্রাবে দীর্ঘ দিন ধরে রক্ত থাকলে অন্যান্য রোগের কথাও বিবেচনা করতে হবে। যদি ডাক্তারবাবুরা প্রস্রাবে রক্তের কোন সাধারণ কারণ না পান, তাহলে অন্যান্য পরীক্ষা-নিরিক্ষা করে দেখতে হবে অন্য কোন কারণ আছে কি না।

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹712  ₹799  10% OFF
BUY NOW

প্রস্রাবে রক্ত যাওয়া এর উপসর্গ - Symptoms of Blood in Urine in Bengali

প্রস্রাবে রক্তের উপস্থিতির কারণ হল শরীরে অন্য কোন রোগ আছে। যে অবস্থাগুলিতে প্রস্রাবে রক্ত থাকে সেগুলি হল:

  • গোলাপি বা কোলা পানীয়র রঙের প্রস্রাব হলে বুঝতে হবে প্রস্রাবে লাল রক্ত কোষ উপস্থিত আছে।
  • প্রস্রাব করার সময় ব্যথা ও জ্বালা। (আরও পড়ুন - বেদনাদায়ক প্রস্রাবের কারণ এবং চিকিৎসা)
  • জ্বর এবং সাথে ঠাণ্ডা লাগা।
  • বমি ভাব এবং/অথবা বমি।
  • পেটের নিচে এবং পাশে ব্যথা।(আরও পড়ুন - পেট ব্যথার কারণ এবং চিকিৎসা)
  • ব্যথার সময়-কাল বদলে যাওয়া।
  • প্রস্রাব করতে অসুবিধা।
  • প্রস্রাব ধীরে ধীরে হওয়া কিম্বা প্রবাহ বাধাগ্রস্ত হওয়া।
  • হাসি, হাঁচি বা কাশির সাথে প্রস্রাব নির্গত হওয়া। (আরও পড়ুন - কাশির চিকিৎসা)
  • বীর্যের সাথে রক্ত।
  • বারে বারে প্রস্রাব হওয়া।
  • লিঙ্গে বা অণ্ডকোষে অস্বস্তি হওয়া। (আরও পড়ুন - লিঙ্গে ব্যথা ও চিকিৎসা)

প্রস্রাবে রক্ত যাওয়া এর চিকিৎসা - Treatment of Blood in Urine in Bengali

চিকিৎসা

  • চিকিত্সা
    সংক্রমণ জটিল না হলে এন্টিবায়োটিকগুলির একটি সংক্ষিপ্ত কোর্স দেওয়া হয়। প্রস্রাব করার সময় ব্যথা ও জ্বালা বোধ হলে এন্টিবায়োটিকের সাথে কখনও কখনও ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়। কিছু অবস্থায় 6 মাস ধরে কম মাত্রায় এন্টিবায়োটিক দেওয়া হয়। যে মহিলাদের রজোবন্ধ হয়ে গিয়েছে তাদের এস্ট্রোজেন হরমোন চিকিৎসার দরকার হতে পারে।
  • শল্য চিকিৎসা
    এন্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধে রোগ নিরাময় না হলে অস্ত্রোপচার করতে হতে পারে। কিডনি থেকে বড় পাথর বার করা, ব্লকেজ বা টিউমার বাদ দেওয়ার জন্য অস্ত্রোপচার করতে হতে পারে।

জীবনধারার ব্যবস্থাপনা

প্রস্রাবের অস্বস্তি হ্রাস করতে নিম্ন লিখিত পরামর্শগুলি কাজে লাগবে:

  • জল পান করুন
    প্রতিদিন 10 থেকে 12 গ্লাস জল পান করুন। এতে প্রস্রাব পাতলা থাকবে এবং প্রস্রাবের সাথে বিষাক্ত পদার্থ বেড়িয়ে যাবে।
  • হিটিং প্যাড ব্যবহার করুন
    মূত্রস্থলী এবং তার আসে পাশের জায়গার ব্যথা কমাতে হিটিং প্যাড ব্যবহার করুন।
  • ক্যাফিন এবং অন্যান্য উদ্দীপক এড়িয়ে চলুন
    ক্যাফিন বা মদ মূত্রস্থলীর অস্বস্তির কারণ হতে পারে। এর ফলে বারে বারে প্রস্রাবের বেগ আসবে। কাজেই, যতদিন পর্যন্ত না সংক্রমণ সম্পূর্ণ ভাবে নিরাময় হচ্ছে তত দিন এইগুলি এড়িয়ে চলাই ভাল।
  • সুষম খাদ্য খান
    তাজা ফল এবং সবজির সুষম খাদ্য খান। চর্বিযুক্ত খাবার খেলে মোটা হতে পারেন। এতে প্রোস্টেট'এর রোগ হতে পারে।
  • ভেষজ সম্পূরক খাদ্য চেষ্টা করুন
    কিছু কিছু ভেষজ পণ্য, যেমন রাই ঘাস এবং ক্র্যানবেরির রস, মূত্রনালির সংক্রমণ কমায়। ভেষজ পণ্য খাওয়া শুরু করার আগে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন।
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹495  ₹799  38% OFF
BUY NOW


তথ্যসূত্র

  1. American Kidney Fund [Internet] Maryland, United States; Blood in urine
  2. Melissa Yeoh Nai Kid Lai Daniel Anderson Vinesh Appadurai. Macroscopic haematuria. The Royal Australian College of General Practitioners [Internet] A urological approach Volume 42, No.3, March 2013 Pages 123-126. Australian Family Physician
  3. PP Varma, T Mohanty. Approach to Hematuria. The Association of Physicians of India [Internet]
  4. Elbouaeshi A, Rayani A, Irheem M, Habas E. Causes and diagnostic significance of macroscopic hematuria in children and young adults. . Libyan Journal of Medical Sciences. 2017 Jul 1;1(3):72. [Internet]
  5. Antoniewicz AA, Zapała Ł, Poletajew S, Borówka A. Macroscopic hematuria—a leading urological problem in patients on anticoagulant therapy: is the common diagnostic standard still advisable?.. ISRN urology. 2012 Apr 1;2012. [Internet]
  6. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Kidney Stones.
  7. Shlomo Melmed Kenneth Polonsky P. Reed Larsen Henry Kronenberg. [link]. 12th Edition St. Louis. Missouri: Elsevier Saunders; 27th May 2011
  8. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; What Is Kidney Cancer?.

প্রস্রাবে রক্ত যাওয়া জন্য ঔষধ

Medicines listed below are available for প্রস্রাবে রক্ত যাওয়া. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.