ফলিকিউলিটিস - Folliculitis in Bengali

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 01, 2018

March 06, 2020

ফলিকিউলিটিস
ফলিকিউলিটিস

ফলিকিউলিটিস কি?

ফলিকিউলিটিস হল একটি সাধারণ ত্বকের সংক্রমণ যা চুলের ফলিকল বা গুটিকাকে আক্রান্ত করে। এই সংক্রমণ শরীরের ত্বকে বা মাথার খুলির ত্বকে যে কোনো জায়গায় হতে পারে। সাধরণত, এটি মাথায় এবং গলার অংশে, বগলে (বাহুমূল), কুঁচকিতে, এবং নিতম্বে যেখানে বয়ঃসন্ধিকালে চুল বড় হতে থাকে সেসব জায়গাতেই দেখা যায়। এটিকে অনেকটা ব্রণর মতো দেখতে কিন্তু ক্ষতের জায়গার চারপাশে লাল বৃত্তাকার বলয়ের মতো হয়ে যায় যা বোঝায় যে ওই জায়গাতে সংক্রমণ হয়েছে।

এর প্রধান কারণ এবং উপসর্গগুলি কি কি?

ফলিকিউলিটিস হলে বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয় যেমন ত্বকে চুলকানিভাব, যে জায়গাতে ফলিকিউলিটিস হয়েছে সেখানে ব্যথা বা অনেক সময় এটির কোন উপসর্গ নাও দেখা দিতে পারে। নিচে ফলিকিউলিটিসের উপসর্গগুলি দেওয়া হল-

  • এক গুচ্ছ লাল ফুসকুড়ি বা র‍্যাশ বা এক গুচ্ছ সাদা মুখযুক্ত ব্রণ চুলের ফলিকলের আশে পাশে দেখা যায়।
  • পুঁয-ভর্তি ফোস্কা যা পরে ফেটে যায়।
  • আশেপাশের ত্বকে চুলকানি বা জ্বালা অনুভূত হওয়া।
  • চামড়ায় নমনীয় ভাব।
  • ফুলে যাওয়া ফুসকুড়ি বা চামড়ার উপরে মাংস পিন্ড।

এটির প্রধান কারণগুলি কি কি?

ফলিকিউলিটিস বেশিরভাগ সময় চুলের ফলিকলে ব্যাকটিরিয়া, ছত্রাক, ভাইরাস এর দ্বারা সৃষ্ট সংক্রমণের কারণে হয় বা কোন নির্দিষ্ট কিছু রাসায়নিকের দ্বারা সৃষ্টি করা অস্বস্তির কারণে হয়।

  • স্টেফাইলোকক্কাল ফলিকিউলিটিস স্টেফাইলোকক্কাস অরিয়াসের কারণে হয়। এই ব্যাকটিরিয়ার দ্বারা সংক্রমণটিতে সাধারণত জ্বর হয় না।
  • সিউডোমোনাস এরুগিনোসা হট টাব ফলিকিউলিটিস হওয়ার কারণ, যা বাথ টাব ভালোভাবে পরিষ্কার না রাখার কারণে হয় ।
  • গ্রাম নেগেটিভ ফলিকিউলিটিস খুবই কম দেখা যায় এবং এটি অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসার কারণে হয়।
  • পিটিরোজপোরাম ওভালের কারণে একজন প্রাপ্তবয়স্ক মানুষের বুকে বা পিঠে ব্রণর মত ত্বকের র‍্যাশ দেখা যায় যার ফলে পিটিরোজপোরাম ফলিকিউলিটিস হয়।
  • টিনিয়া ক্যাপিটিশ বা মাথার ত্বকের দাদ যা চুলের ফলিকলে ছত্রাক সংক্রমণ সৃষ্টি হওয়ার কারণ।
  • যেসব পুরুষরা ক্ষুর দিয়ে দাড়ি কাটে তাদের মাঝে মাঝেই মুখের ত্বকের কিছু কিছু স্থানে ফলিকিউলিটিস হয় হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে।
  • বার বার ঘর্ষণ যা হয়ে থাকে যেদিকে দাড়ি বাড়ছে তার বিপরীত দিকে দাড়ি কাটার ফলে, এর ফলে যান্ত্রিক বা মেকানিকাল ফলিকিউলিটিস হয়।
  • যখন কোনও মলম বা ক্রিম বা ময়শ্চরাইজার চুলের ফলিকলের বেড়ে ওঠাকে বন্ধ করে দেয় তখন অক্লুশন বা অবরোধমূলক ফলিকিউলিটিস হয় এবং ব্যথা বা জ্বালা অনুভূত হয়।
  • কিছু নির্দিষ্ট রাসায়নিক যেমন কয়লার আলকাতরা এবং অত্যাধিক পরিমাণে কর্টিকোস্টেরয়েড ব্যবহারের কারণে ফলিকিউলিটিস হয়।

এটি নির্ণয় এবং চিকিৎসা কিভাবে করা হয়?

ডাক্তার ত্বকের সংক্রমিত জায়গাটি ভাল করে পরীক্ষা করে দেখবেন এবং আপনার চিকিৎসাগত ইতিহাস জানতে চাইবেন। ডাক্তার সংক্রামিত ত্বকের নমুনা্র মাইক্রোস্কোপিক পরীক্ষা করার জন্য ডার্মস্কপি ব্যবহার করতে পারেন। যদি চিকিৎসায় ভাল সাড়া না পাওয়া যায়, তাহলে সোয়াব টেস্ট করা হয় সংক্রমণের কারণ জানার জন্য। দীর্ঘস্থায়ী অবস্থার ক্ষেত্রে ত্বকের বায়োপসি করার প্রয়োজন হতে পারে।

ফলিকিউলিটিসের কারণ অনুযায়ী, টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকরোধী বা অ্যান্টিবায়োটিক ক্রিম, মলম, এবং শ্যাম্পু ব্যবহার করতে বলা হয়। বড় ফোঁড়া বা কার্বঙ্কল কেটে বাদ দেওয়ার জন্য ছোট অপারেশনও করতে হয়। লেসর থেরাপি ব্যবহার করে ফলিকলের সংক্রমণ দূর করা যেতে পারে।

জায়গাটির উপর গরম ভেজা কাপড় দিলে অস্বস্তি থেকে কিছুটা আরাম পাওয়া যেতে পারে। জায়গাটি দিনে দুবার অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে পরিষ্কার করলে তা দীর্ঘস্থায়ী ফলিকিউলিটিস বা আবার ফলিকিউলিটিস হওয়া আটকাতে পারে।



তথ্যসূত্র

  1. NCH Healthcare. Folliculitis. United States. [internet].
  2. Australasian College of Dermatologists. Folliculitis. Australian Medical Council. [internet].
  3. Primary Care Dermatology Society. Folliculitis and boils (furuncles / carbuncles). Rickmansworth, England. [internet].
  4. American Osteopathic College of Dermatology. Folliculitis. Missouri, United States. [internet].
  5. American Academy of Dermatology. Rosemont (IL), US; Acne-like breakouts could be folliculitis

ফলিকিউলিটিস জন্য ঔষধ

Medicines listed below are available for ফলিকিউলিটিস. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹95.0

Showing 1 to 0 of 1 entries