ড্রাই আই সিনড্রোম (চোখের শুষ্কতা) - Dry Eye Syndrome in Bengali

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

May 08, 2019

March 06, 2020

ড্রাই আই সিনড্রোম
ড্রাই আই সিনড্রোম

ড্রাই আই সিনড্রোম (চোখের শুষ্কতা) কি?

ড্রাই আই সিনড্রোম বা চোখের শুষ্কতা একটা সাধারণ দশা যাতে একজন ব্যক্তি চোখে শুকনো ভাব বা অস্বস্তির জন্য অসুবিধা অনুভব করে কারণ চোখে যথেষ্ট জল তৈরী হয় না বা দ্রুত বাষ্পীভূত হয়ে যায়।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

ড্রাই আই সিনড্রোম বা চোখের শুষ্কতার উপসর্গগুলি ব্যথার তীব্রতা বা প্রচন্ডতা উপর নির্ভর করে। কিছু উপসর্গ নিচে দেওয়া হলো:

  • শুকনোভাব।
  • ফোলাভাব।
  • চুলকানো
  • জ্বালাভাব।
  • লালচেভাব।
  • অস্থায়ী আবছা দেখা যেটা চোখের পিটপিট করলে ঠিক হয়ে যায়।
  • ব্যথা।
  • জল পড়া।
  • চোখের পিছনে ভারীভাব অনুভব করা।

কোনো শুকনো জায়গায় বা দূষিত বাতাবরণে এই উপসর্গগুলো আরো খারাপ আকার নেয়। এর সাথে চুলকানোও বাড়তে পারে।

এর প্রধান কারণগুলো কি কি?

ড্রাই আই সিনড্রোম বা চোখের শুষ্কতার প্রাথমিক কারণগুলো হলো চোখের জল কম তৈরী হওয়া, যার জন্য চোখের জলীয় ভাব কমে যায়। ড্রাই আই সিনড্রোম বা চোখের শুষ্কতার অন্যান্য কারণগুলো হলো

  • কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার।
  • গরম আবহাওয়া।
  • প্রচন্ড ঝোড়ো আবহাওয়া।
  • চোখের পাতার প্রদাহ।
  • ওষুধ, যেমন অ্যান্টিহিস্টামাইনস, অ্যান্টিডিপ্রেস্যান্টস, কন্ট্রাসেপটিভ পিল এবং ডায়ুরেটিকস।
  • মেনোপস বা গর্ভাবস্থার সময় হরমোনের পরিবর্তন।

বয়সের সাথে সাথে ড্রাই আই সিনড্রোম বা চোখের শুষ্কতার উপসর্গগুলো বাড়ে, এবং পুরুষদের চাইতে মহিলাদের মধ্যে এই উপসর্গগুলো বেশি দেখা যায়।

এটি কিভাবে নির্ণয় ও চিকিৎসা করা হয়?

চোখের পরীক্ষা চিকিৎসককে ড্রাই আই সিনড্রোম বা চোখের শুষ্কতা নির্ণয় করতে সাহায্য করে। সাধারণত পরীক্ষার দরকার পরে না।

চোখের শুষ্কতা এড়াতে ধুলো ও ধোঁয়ার পরিবেশ এড়িয়ে চলুন ও প্রচন্ড রোদে রোদচশমা ব্যবহার করুন। ড্রাই আই সিনড্রোম বা চোখের শুষ্কতার চিকিৎসা এর উপসর্গগুলোর উপর নির্ভর করে। তৎক্ষনাৎ আরামের জন্য চিকিৎসক আপনাকে নিম্নলিখিত ওষুধগুলি দিতে পারেন:

  • আই ড্রপস।
  • চোখকে মসৃণ রাখার জন্য মলম।
  • জ্বালাভাব কমানোর ওষুধ।

চিকিৎসক আপনার খাদ্যতালিকার পরিবর্তন করতে পারেন, যেমন আপনার চোখকে মসৃণ রাখার জন্য ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে বলতে পারেন।



তথ্যসূত্র

  1. National Health Service [Internet]. UK; Dry eyes
  2. National institute of eye. Facts About Dry Eye. National Institutes of Health. [internet].
  3. National institute of eye. Facts About Dry Eye. National Institutes of Health. [internet].
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Dry eye syndrome
  5. American academy of ophthalmology. What Is Dry Eye?. California, United States. [internet].

ড্রাই আই সিনড্রোম (চোখের শুষ্কতা) জন্য ঔষধ

Medicines listed below are available for ড্রাই আই সিনড্রোম (চোখের শুষ্কতা). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.