সারাংশ
মল বা পায়খানায় রক্তের উপস্থিতি মলদ্বার বা পায়ু থেকে রক্তপাত হিসাবেও পরিচিত। মলত্যাগ বা পায়খানা করার পর এটা সাধারণতঃ টয়লেট সিটে (পায়খানার বসার জায়গা) অথবা মোছার জন্য ব্যবহৃত টয়লেট কাগজে লক্ষ্য করা যায়। মলদ্বার থেকে রক্তপাত (মলদ্বারে রক্তক্ষরণ) ইঙ্গিত করে পরিপাক (হজম) নালীর হয় উপরের নতুবা নীচের অংশে রক্তপাত হচ্ছে। রক্তপাত মুখ থেকে শুরু করে পায়ু বা মলদ্বার পর্যন্ত যেকোন জায়গা থেকে শুরু হতে পারে। এটা সচরাচর মলদ্বার ছিঁড়ে যাওয়া এবং অর্শের (পাইলস) কারণে ঘটে। এগুলোর সাথে পেটে ব্যথা অথবা দুর্বলতার মত আনুষঙ্গিক উপসর্গগুলি থাকে। কখনও কখনও মলদ্বার থেকে রক্তক্ষরণ একটা অন্তর্নিহিত (ভিতরের) রোগের ইঙ্গিত দিতে পারে এবং সেজন্য অবিলম্বে মেডিক্যাল পরামর্শ অবশ্য জরুরি। সাধারণতঃ মলদ্বারে রক্তপাত হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে চিকিৎসাগত অনুসন্ধান যেমন সম্পূর্ণ রক্তকণিকা গণনা এবং কোলনস্কোপি কার্যকর করা হয়। চিকিৎসা নির্ভর করে অন্তর্নিহিত কারণের উপর এবং কঠোরভাবে ডাক্তারের পথনির্দেশের আওতায় সেটা করা উচিত।