চোখের পাতায় আঞ্জনি বা চোখের পাতায় ফোঁড়া কি?
চোখের পাতায় আঞ্জনি প্রধাণত চোখের পাতার বিভিন্ন অংশে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ঘটে। চোখের পাতা বা আঁখি পল্লবের যে হেয়ার ফলিকল বা চুলের গুটিকা আছে, যেমন মাইবোমিন গ্রন্থি (তৈল-ক্ষরণের গ্রন্থিগুলি যা চোখের শুষ্কতা প্রতিরোধ করে), এবং ল্যাকরিমল বা অশ্রুসংক্রান্ত গ্রন্থি (চোখের জল ক্ষরণের গ্রন্থি) এগুলি হল চোখের পাতায় আঞ্জনি হওয়ার সাধারণ জায়গা। চোখের পাতায় আঞ্জনি বার বার হতে পারে।
চোখের পাতায় আঞ্জনির প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?
চোখের পাতায় আঞ্জনির লক্ষণ ও উপসর্গগুলি স্থানভেদে বিভিন্ন হয়।
- ব্লেফারাইটিস - এটা হল চোখের পাতার প্রান্তে চোখের লোমের বা চুলের গ্রন্থিকোষে আঞ্জনি। এর সাধারণ উপসর্গগুলি হল
- লাল, ফোলা, এবং যন্ত্রণাদায়ক চোখের পাতার প্রান্ত
- মোটা কঠিন আবরণ বিশিষ্ট অথবা পরত ওঠা চোখের লোমের গোড়া
- অস্বস্তিকর অথবা দহনকর চোখ
- আলোর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি অথবা অসহনশীলতা
- ক্লেজিয়ন - এটা হল চোখের পাতায় হওয়া একটি ফোলা অংশ যা পাতার উপরিতলে অবস্থিত ঘর্মগ্রন্থির (জিস গ্রন্থি) মধ্যে প্রতিবন্ধকতার কারণে হয়। এই প্রতিবন্ধকতা কোন সংক্রমণের কারণে ঘটে না। দীর্ঘস্থায়ী ব্লেফারাইটিস অথবা দীর্ঘস্থায়ী স্টাই থেকে প্রায়শইঃ ক্লেজিয়ন হয়।
- প্রাথমিকভাবে, চোখের পাতার আক্রান্ত স্থানে লালভাব এবং ব্যথা উপস্থিত থাকে
- ক্লেজিয়ন পরবর্তীকালে ব্যথাবিহীন হয়ে যায়
- ক্লেজিয়ন একই সঙ্গে একটি অথবা উভয় চোখের পাতায় হয়
- হরডিওলাম অথবা স্টাই - এটি হল চোখের পাতার প্রান্তে যন্ত্রণাদায়ক পিন্ড যা চোখের লোমের বা চুলের গ্রন্থিকোষে সংক্রমণের কারণে হয় এবং চোখের পাতার অনেকটা ভেতরে অবস্থিত মাইবোমিয়ান গ্রন্থিতে সংক্রমণের কারণে হয়
- ডেক্রিওঅ্যাডেনিটিস এবং ডেক্রিওসাইস্টাইটিস - এটা হল অশ্রু- ক্ষরণ গ্রন্থি এবং তার কোটর বা থলিকার প্রদাহ, যা যথাক্রমে, ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের সংক্রমণের কারণে হয়।
- নাকের দিকের চোখের অংশে ব্যথা এবং ফোলাভাব
- চোখের মধ্যে লালভাব
চোখের পাতায় আঞ্জনির প্রধান কারণগুলি কি কি?
চোখের পাতায় আঞ্জনির মুখ্য কারণ হল ব্যাকটেরিয়া অথবা ভাইরাসের কারণে সংক্রমণ। অন্য কারণগুলি যা সাধারণভাবে চোখের পাতায় অঞ্জনির সাথে যুক্ত তা হল
- সেব্রোয়েক ডার্মাটিটিস, যা মাথার খুলির ত্বক, ভ্রু, চোখের পাতা ইত্যাদির তৈল গ্রন্থির সাথে জড়িত
- রোজেশিয়া (মুখের ত্বক রক্তিম অথবা লালচে হওয়া) যা ব্লেফারিটিসের সাথে প্রায়শইঃ দেখা যায়
- চোখের পাতার মধ্যে অবস্থিত তৈল গ্রন্থি থেকে কম বা অস্বাভাবিক তৈল নিঃসরণ
কিভাবে চোখের পাতায় আঞ্জনি নির্ণয় এবং চিকিৎসা করা হয়?
চিকিৎসকরা প্রধানত চোখের পরীক্ষা এবং উপসর্গের ইতিহাসের ভিত্তিতে বিভিন্ন রকমের চোখের পাতায় আঞ্জনি নির্ণয় করেন।
চিকিৎসার উদ্দেশ্য হল এর কারণটি নির্মূল করা, প্রদাহ কমানো, এবং প্রদাহের কারণে হওয়া অন্যান্য উপসর্গগুলির উপশম করা।
- জীবাণু-প্রতিরোধী চোখের ড্রপ সংক্রমণের চিকিৎসা করতে প্রধানত ব্যবহার করা হয়
- যখন অসহ্য প্রদাহ বা ব্যথা হয় তখন স্টেরয়েড চোখের ড্রপ ব্যবহার করা হয়
- যখন ব্লেফারাইটিস খুশকির কারণে হয় চিকিৎসকেরা সাধারণভাবে খুসকি-নাশক শ্যাম্পু ব্যবহার করতে বলেন
নিজের-যত্ন নিলে তা উপকারী হতে পারে
- উষ্ণ চাপন অথবা সেক প্রদাহ কমাতে সাহায্য করে এবং চোখের পাতার মধ্যে তৈল সঞ্চালন বাড়াতে সাহায্য করে
- চোখের পাতার ওপর মৃদু ম্যাসেজ বা হালকা ভাবে টেপা তৈল গ্রন্থির মধ্যেকার প্রতিবন্ধকতা সরাতে সাহায্য করে
- লঘু সাবানের সাথে ঈষদুষ্ণ জল মিশিয়ে বা অল্প স্ক্রাবিং চোখের চটচটে কঠিন আবরণ বা পরত পরিষ্কার করতে ব্যবহার করা হয়
- সঠিক স্বাস্থ্যবিধি বজায় রেখে পুনরায় সংক্রমণ হওয়া প্রতিরোধ করা যায়